পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Coromandel Express Accident: ভয়াবহ দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস, দুমড়ে-মুচড়ে গেল একাধিক বগি, মৃতের সংখ্যা বেড়ে 50

দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ৷ হাওড়ার শালিমার স্টেশন থেকে শুক্রবার দুপুরে ট্রেনটি ছাড়ে । ওড়িশার বাহাঙ্গা স্টেশনের কাছে ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে রেল সূত্রে জানা গিয়েছে ৷

চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস
চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস

By

Published : Jun 2, 2023, 8:12 PM IST

Updated : Jun 2, 2023, 10:10 PM IST

বালাসোর, 2 জুন: দুর্ঘটনাগ্রস্ত চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ৷ ওড়িশার বাহাঙ্গা স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। হাওড়ার শালিমার স্টেশন থেকে শুক্রবার দুপুরে ট্রেনটি ছাড়ে। ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে প্রাথমিক ভাবে রেল সূত্রে জানা গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত রেলের তরফে জানা যায়নি।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, এদিন বালাসোর জেলার বাহানাগা রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। ইতিমধ্যেই, তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য রেলের তরফে বিশেষ কয়েকটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গিয়েছে। বালাসোরের জেলাশাসককে যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও রেলের তরফে অনুরোধ করা হয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের সংশ্লিষ্ট ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকদের ৷ সেই সঙ্গে, কোনও অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হলে দক্ষিণ-পূর্ব রেলের সদর দফতরে দ্রুত যোগাযোগ করতেও বলা হয়েছে আধিকারিকদের ৷

আরও পড়ুন: প্রবল ঝড়ে ভাঙল প্যান্টোগ্রাফ, জাজপুরে আড়াই ঘণ্টা দাঁড়িয়ে পুরী-হাওড়া বন্দে ভারত

এদিন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরি জানিয়েছেন, চেন্নাইগামী আপ করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে ৷ যার জেরে একাধিক ট্রেন লাইনচ্যুত হয়েছে ৷ এর বেশি অবশ্য কোনও বিষয়ে জানাতে চাননি তিনি ৷ তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর একের পর এক মানুষ আহত হয়ে ছিটকে পড়ে ট্রেন থেকে ৷ ঘটনায় আপাতত দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ সেই সঙ্গে, কীভাবে এক লাইনে মালগাড়ি এবং এক্সপ্রেস ট্রেন একসঙ্গে চলে এল তা নিয়েই উঠছে বিস্তর প্রশ্ন ৷ ইতিমধ্যেই বেশ কয়েকজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও খবর ৷ তবে হতাহতের সংখ্যা কত, তা নিয়ে নিশ্চিতভাবে এখনই কিছু বলতে পারছে না রেল ৷ রেলের তরফে জারি করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর ৷ 6782262286 নম্বর জারি করেছে রেল ৷ ওড়িশার মুখ্যমন্ত্রীর তরফে রাজ্যের মন্ত্রী প্রমীলা মল্লিক এবং রাজ্যের রিলিফ কমিশনারকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ৷

হেল্পলাইন নম্বর:

হাওড়া: 033 26382217

খড়গপুর: 8972073925, 9332392339

বালাসোর: 8249591559, 7978418322

শালিমার: 9903370746

Last Updated : Jun 2, 2023, 10:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details