পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Odisha Train Accident: ট্রেন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 288, দুর্ঘটনাস্থল ঘুরে দেখে রেল আধিকারিকদের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর - Coromandel Express Accident in Odisha

ভরসন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা ৷ ওড়িশার বালাসোরের কাছে একটি ট্রেনের সঙ্গে অন্য একটি ট্রেনের সংঘর্ষে প্রতি মুহূর্তে বাড়ছে মৃত্যুর সংখ্যা ৷ আহতের সংখ্যাও হাজারের কাছাকাছি ৷ চলছে উদ্ধার কাজ ৷ ঘটনাস্থল পরিদর্শনে ভিভিআইপিরা ৷

Coromandel Express Accident
ট্রেন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 238

By

Published : Jun 3, 2023, 6:37 AM IST

Updated : Jun 3, 2023, 8:25 PM IST

ওড়িশার ট্রেন বিপর্যয় মৃতের সংখ্যা আরও বাড়ল

বালাসোর, 3 জুন:একটি ট্রেনের কয়েকটি কামরা লাইনচ্যূত হয়ে পড়ে রয়েছে রেললাইনের উপর ৷ সেই সময় দ্রুতগতিতে ছুটে আসা অন্য একটি ট্রেন ধাক্কা মারে বেলাইন হয়ে যাওয়া ট্রেনটির উপর ৷ ফলে দ্বিতীয় ট্রেনটি খেলনা গাড়ির মতো উলটে যায় ৷ কয়েকটি কামরা উঠে যায় পাশে দাঁড়িয়ে থাকা মালগাড়ির উপর ৷ দুর্ঘটনাগ্রস্ত একটি ট্রেন যশবন্তপুর থেকে হাওড়ার দিকে আসছিল ৷ অন্য ট্রেনটি শালিমার থেকে যাচ্ছিল চেন্নাইয়ের পথে ৷ এই দুর্ঘটনায় প্রতি মুহূর্তে বাড়ছে মৃত্যুর সংখ্যা ৷ আহতও অনেক যাত্রী ৷

ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, এর থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে সরকারের । দুর্ঘটনার পিছনে কোনও গাফিলতি থাকলে ছেড়ে কথা বলবে না সরকার ৷ দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে ।

লুপ লাইনে করমণ্ডল? করমণ্ডল এক্সপ্রেস সম্ভবত মেন লাইন থেকে ট্র্যাক বদলে লুপ লাইনে ঢুকে পড়েছিল ৷ তার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে খবর ৷ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, করমণ্ডল এক্সপ্রেস 128 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলছিল ৷ অন্যদিকে, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস চলছিল 116 কিমি গতিবেগে ।

ট্রেন বাতিল: বালাসোরে ট্রেন দুর্ঘটনার জেরে শুক্রবার সন্ধে থেকে বাতিল হয়েছে হাওড়া ও শিয়ালদা থেকে দক্ষিণ ভারতগামী ট্রেন ৷ এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ৷ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে রেলের তরফে ৷ শনিবার বিকেল পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেল প্রায় 60টি ট্রেন বাতিল করেছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:গাফিলতি মেনে নিয়ে দোষীদের শাস্তির আশ্বাস, বালাসোরে এসে গলা বুজল মোদির

ঘটনাস্থলে প্রধানমন্ত্রী:বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার বিকেল পৌনে চারটে নাগাদ তিনি সেখানে পৌঁছান ৷ বায়ুসেনার চপারে তিনি সেখানে যান ৷ তাঁর সঙ্গে রয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সুভাষ সরকার ৷ সেখানে তিনি রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলেন ৷ প্রধানমন্ত্রীকে ঘটনাস্থল থেকে ফোনে কথা বলতে দেখা যায় ৷ সেই সময় তিনি ক্যাবিনেট সেক্রেটার ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গে কথা বলেন বলে জানা গিয়েছে ৷ উদ্ধারকারীদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী ৷ তার পর সেখান থেকে কটকের উদ্দেশে রওনা দেন ৷ সেখানে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন ৷

উদ্ধারকাজ শেষ:দুপুরের দিকে রেলের তরফে জানানো হয় যে উদ্ধারকাজ শেষ হয়েছে ৷ শুক্রবার রাত থেকেই এনডিআরএফ, বায়ুসেনা, সেনাবাহিনী উদ্ধার কাজ করেছে ৷ ওড়িশা প্রশাসনের তরফেও উদ্ধার কাজ চালানো হয়েছে ৷ পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, বিকেল সাড়ে চারটে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নিহত 31 জন পরিচয় জানা গিয়েছে ৷ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের মধ্যে 25 জন ওড়িশার হাসপাতালে ভরতি ৷ 11 জন পশ্চিমবঙ্গের হাসপাতালে ভরতি ৷

স্পেশাল ট্রেন: বিকেল চারটের সময় হাওড়া স্টেশন থেকে বালাসোর পর্যন্ত মৃত ও আহত যাত্রীদের পরিজনদের নিয়ে যাওয়ার জন্য স্পেশাল ট্রেন ছাড়বে ৷ ইতিমধ্যে দুর্ঘটনাস্থল থেকেও ট্রেন এসে পৌঁছেছে হাওড়ায় ৷ ফিরে এসেছেন অনেকে ৷

আরও পড়ুন:জানালা ভেঙে ট্রেনের ছাদে উঠে প্রাণে বাঁচলেন সুন্দরবনের 12 জন বাসিন্দা

ঘটনাস্থলে যাচ্ছেন অধীর:আজ, শনিবার রাতের মধ্যেই বালাসোরের দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রাক্তন রেলমন্ত্রী তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷ তিনি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, রেলের মৌলিক পরিকাঠামোকে অগ্রাধিকার দেওয়া উচিত । বুলেট ট্রেন, বন্দে ভারত নিয়ে বেশি আলোচনা হচ্ছে ৷ অথচ প্রতিদিন 25 লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন । সেই দিকে মনোযোগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন ৷

সোনিয়া গান্ধির শোকপ্রকাশ:এক বার্তায় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি জানিয়েছেন,ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত । তিনি সমস্ত শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ৷

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শোকপ্রকাশ:রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারতের ওড়িশা রাজ্যে প্রাণঘাতী ট্রেন সংঘর্ষের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর সমবেদনা পাঠিয়েছেন বলে ভারতে অবস্থিত রাশিয়ান দূতাবাস থেকে জানা গিয়েছে ৷ রুশ দূতাবাস জানিয়েছে, "যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের শোক আমরা ভাগ করে নিচ্ছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ।"

আরও পড়ুন:দুর্ঘটনায় সাহায্যের আশ্বাস দিয়েও কেন্দ্রের বিরুদ্ধে রেলমন্ত্রককে অবহেলা করার অভিযোগ মমতার

দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়: শনিবার বেলায় ঘটনাস্থলে পৌঁছান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ আধিকারিকদের সঙ্গে কথা বলেন ৷ সেই সময় ঘটনাস্থলে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, বাংলা সরকার দুর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার সবরকম সাহায্য করবে ৷ তদন্তের দাবি তুলেছেন তিনি ৷ রেলে সমন্বয়ের অভাব তৈরি হয়েছে বলে মনে হয়েছে ৷

বিদেশ থেকে শোকপ্রকাশ:তুরস্কের তরফে বালাসোরের ভয়াবহ দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করা হয়েছে ৷ ব্রিটেনের তরফেও শোকপ্রকাশ করা হয়েছে ৷ শোকপ্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ টুইট করে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ৷

কর্ণাটক সরকারের পদক্ষেপ: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বালাসোরে ট্রেন দুর্ঘটনায় কান্নাডিগাদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রী সন্তোষ লাডের নেতৃত্বে একটি দল নিযুক্ত করেছেন । মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন এবং কান্নাডিগাদের নিরাপত্তা নিশ্চিত করতে ও তাদের প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের ঘটনাস্থল পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন ৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই খবর পাওয়া গিয়েছে ৷

তামিলনাড়ু সরকারের পদক্ষেপ:তামিলনাড়ুর যে সব বাসিন্দা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে 1 লক্ষ টাকা তামিলনাড়ু সরকার দেবে । তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ কাজ চালাতেও অতিরিক্ত অফিসার নিয়োগ করা হয়েছে ৷

অক্ষয় কুমারের শোকপ্রকাশ:বলিউডের অভিনেতা অক্ষয় কুমার শোকপ্রকাশ করেছেন৷ একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি৷

আরও পড়ুন:বাতিল নয়া বন্দে ভারতের উদ্বোধন, পিছল বিজেপি সরকারের বর্ষপূর্তির অনুষ্ঠান

ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী:দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার রাতেই তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছ থেকে দুর্ঘটনার সম্পর্কে তথ্য নেন ৷ নয়াদিল্লিতে বসে রিভিউ মিটিং করেন ৷ বিকেলের মধ্য়েই তিনি ঘটনাস্থলে পৌঁছাবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷

ওড়িশায় শোকপালন:মর্মান্তিক এই ঘটনায় এক দিনের জন্য একদিনের শোক পালনের নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক । তিনি দুর্ঘটনাস্থলে যান ৷

কেন্দ্রের সাহায্য:দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গকে এককালীন 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের 2 লক্ষ টাকা এবং অল্প আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷

বালাসোরে ভয়াবহ দুর্ঘটনা:শনিবার বেলা পর্যন্ত মৃতের সংখ্যা অন্ততপক্ষে 288 ৷ আহতের সংখ্যা 747 ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে৷ এখনও চলছে উদ্ধারকাজ ৷ নামানো হয়েছে সেনাবাহিনীকেও ।

আরও পড়ুন:বালাসোরে দুর্ঘটনাস্থলে আজই যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Last Updated : Jun 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details