নয়াদিল্লি, 7 জুন : ভারতের বাজারে আসতে চলেছে করোনার সবচেয়ে সস্তা ভ্যাকসিন ৷ হায়দরাবাদের মেডিকেল সংস্থা বায়োলজিক্যাল-ই (Biological-E) এই ভ্যাকসিন তৈরি করছে ৷ যার নাম দেওয়া হয়েছে কোর্বেভ্যাকস (Corbevax) ৷ ইতিমধ্যে, ওই সংস্থা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়াল শেষ করে ফেলেছে ৷ যা সফল বলে জানা গিয়েছে ৷ তার পরেই কেন্দ্রের তরফে তৃতীয় পর্যায়ের অর্থাৎ, ক্লিনিক্যাল ট্রায়ালে ছাড়পত্র দেওয়া হয়েছে ৷
অন্যদিকে, ইতিমধ্যে বায়োলজিক্যাল-ই’র (Biological-E) থেকে কোর্বেভ্যাকস ভ্যাকসিনের 30 কোটি ডোজ কেনার জন্য আগাম চুক্তি করেছে কেন্দ্র ৷ তার জন্য দেড় হাজার কোটি টাকা সংস্থাকে দেবে কেন্দ্রীয় সরকার ৷ জানা গিয়েছে, কেন্দ্রের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, কোর্বেভ্যাকসের সরবরাহ শুরু হবে অগাস্ট মাস থেকে ৷ যা ডিসেম্বর মাস পর্যন্ত চলবে ৷ করোনার অন্যান্য ভ্যাকসিনের মতোই কোর্বেভ্য়াক্সের দু’টি করে ডোজ নিতে হবে ৷