নয়াদিল্লি, 4 জুন : কোভিড বুস্টার ডোজ হিসেবে বায়োলজিক্যাল ই-সংস্থার ভ্যাকসিন কোর্বেভ্যাক্সকে ছাড়পত্র দিল ডিসিজিআই (DCGI cleared Corbevax as Covid booster shot) ৷ 18 বছর ও তার বেশি বয়সিরা কোর্বেভ্যাক্সের বুস্টার ডোজ নিতে পারবেন ৷ শনিবার এই ছাড়পত্র দেওয়া হয়েছে (Corbevax cleared as Covid booster shot for those 18 and above) ৷
হায়দরাবাদস্থিত বায়োলজিক্যাল ই সংস্থার কোভিড ভ্যাকসিনটি একটি হেটারোলোগাস প্রতিষেধক ৷ সংস্থাটির তরফে জানানো হয়েছে, কোভিডের প্রাথমিক দুটি টিকা নেওয়ার 6 মাস পরে এই বুস্টার ডোজ নেওয়া যাবে ৷ কেউ কোভিড টিকা হিসাবে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিয়ে থাকলে, বুস্টার ডোজ হিসেবে তিনি কোর্বেভ্যাক্স নিতে পারেন বলে সংস্থাটি জানিয়েছে ৷