নাগপুর, 23 জুলাই:অনলাইন গেমের নামে বিরাট অঙ্কের প্রতারণা ৷ ঘটনার তদন্ত নেমে অভিযুক্তের বাড়ি থেকে 4 কেজি সোনা ও 17 কোটি নগদ টাকা উদ্ধার পুলিশের । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে ৷ অনলাইন গেমে 58 কোটি টাকা খুইয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যবসায়ী ৷ সেই ঘটনার তদন্তে নেমে উদ্ধার হল 17 কোটি টাকা। তবে অভিযুক্ত পলাতক ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
জানা গিয়েছে, অনন্ত নামে ওই অভিযুক্তের বাড়ি গোন্দিয়া জেলায় ৷ এই ব্যক্তি নাগপুর শহরের একজন বড় ব্যবসায়ীকে অনলাইন গেম থেকে প্রচুর টাকা জেতার প্রলোভন দেখান ৷ প্রলোভনে পা দিয়ে ব্যবসায়ী অনলাইন গেমে ধাপে ধাপে প্রায় 58 কোটি টাকা হারান । এই বিপুল পরিমাণ টাকা হারিয়ে ব্যবসায়ী আত্মহত্যার চেষ্টা করলে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে ।
অনন্তের নামে পুলিশে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী ৷ তারপর পুলিশ তদন্ত নেমে গোন্দিয়ায় বসবাসকারী এই অভিযুক্তের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ৷ তল্লাশি চালাতে গিয়ে হতবাক হয়ে যান তদন্তকারী আধিকারিকরা ৷ তাঁর বাড়ি থেকে মেলে কোটি কোটি টাকা ও সোনা ৷ পুলিশ এ পর্যন্ত বাড়ি থেকে 4 কেজি সোনা ও 17 কোটি টাকা নগদ উদ্ধার করেছে ।
অভিযোগকারীর নাম গোপন রেখেছে প্রশাসন। সূত্রের খবর, বিভিন্ন অনলাইন গেম খেলে 2021 থেকে 2023 সালের নভেম্বরের মধ্যে 58 কোটি টাকা খুইয়েছেন ওই ব্যবসায়ী । শুক্রবার সাইবার থানায় ওই ব্যবসায়ী অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানিয়েছেন, অনন্ত অনলাইন গেমিং অ্যাপে 24 ঘণ্টা বাজি ধরে কোটি টাকা উপার্জনের প্রলোভন দেখিয়েছিলেন।