বারামুল্লা:জঙ্গিদের গুলিতে ফের মৃত্যু এক পুলিশ কর্মীর ৷ মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার তাংমার্গ গ্রামে জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন ওয়াইলু গ্রামের বাসিন্দা হেড কনস্টেবল গোলাম মোহাম্মদ দার ৷ বাড়ির কাছেই তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷
পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ গোলাম মোহাম্মদকে তৎক্ষনাৎ স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ইতিমধ্যেই এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনারা ৷ হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি ৷
এদিন কাশ্মীর পুলিশ সোশাল মিডিয়া এক্স (টুইটার)-এ জানিয়েছে, "জঙ্গিদের গুলিতে আহত পুলিশ কর্মী শহিদ হয়েছেন ৷ আমরা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং এই সংকটময় মুহূর্তে তাঁর পরিবারের পাশে রয়েছি। গোটা এলাকাটি ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি অভিযান চলছে ৷"
সোমবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিরা আচমকাই এক অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যা করে ৷ রবিবারও শ্রীনগরে পুলিশের একজন পরিদর্শককে জঙ্গিরা গুলি করে হত্যা করে ৷ পুলিশ সূত্রে খবর, তাঁকে খুব কাছ থেকে গুলি করেছে জঙ্গিরা ৷ তিনি সেদিন বাড়ির কাছে ক্রিকেট খেলায় মত্ত ছিলেন ৷ সেই সুযোগেই তাঁকে গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ শেষ খবর অনুযায়ী, পুলিশ অফিসারের অবস্থা এখনও আশঙ্কাজনক।
আরও পড়ুন: কুকি অধ্যুষিত মোরেহ-তে জঙ্গিদের গুলিতে নিহত এসডিপিও
সম্প্রতি বিদায়ী জম্মু ও কাশ্মীর পুলিশ প্রধান দিলবাগ সিং বলেছিলেন, জম্মু ও কাশ্মীরে 'স্থায়ী শান্তির পথে' এগোচ্ছে ৷ পাশাপাশি জম্মু ও কাশ্মীরে জঙ্গিবাদ 'প্রায় সমাপ্ত' হওয়ার পথে ৷ তিনি আরও জানান, এক বছর আগে 110 জন যুবকের তুলনায় 2023 সালে মাত্র 10 জন স্থানীয় যুবক জঙ্গি দলে যোগদান করেছে। কিন্তু বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে সীমান্ত ৷ জঙ্গিদের আক্রমণে শহীদ হতে হয়েছে অনেক পুলিশ ও সেনা আধিকারিকদের ৷ কিন্তু দুঃখের বিষয়, জম্মু ও কাশ্মীর পুলিশ প্রধান দিলবাগ সিং উত্তর কাশ্মীরকে জঙ্গিমুক্ত বললেও, সেখানেই জঙ্গিদের আক্রমণে পুলিশকর্মী নিহত হয়েছেন ৷