শ্রীনগর, 29 মার্চ : জম্মু ও কাশ্মীরের সোপরে জঙ্গিদের গুলিতে নিহত এক পুলিশ কর্মী, পৌরসভার কাউন্সিলর এবং 2 জন সাধারণ নাগরিক ৷ আজ সোপর টাউনে স্থানীয় পৌরসভার বৈঠক চলাকালীন হামলা চালায় জঙ্গিরা ৷ আচমকা জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ আর তাতেই পুলিশ কর্মী, জনপ্রতিনিধি সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে ৷
পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, কাউন্সিলর বৈঠকের জন্য সবাই জড়ো করতেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে ৷ কিছু বুঝে ওঠার আগেই এক পুলিশ কর্মী মারা যান ৷ তিনি এই বৈঠক যেখানে হচ্ছিল, তার বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷ এরপর কাউন্সিলর এবং সেইসঙ্গে 2 জন সাধারণ মানুষ জঙ্গিদের গুলিতে লুটিয়ে পড়েন ৷ ঘটনায় নিহত সোপর পৌরসভার কাউন্সিলরের নাম রেয়াজ আহমেদ ৷ এছাড়াও আরও 1 কাউন্সিলর গুরুতর জখম হয়েছেন ৷