পশ্চিমবঙ্গ

west bengal

INDIA Alliance Coordination Committee: গঠিত 'ইন্ডিয়া' জোটের 14 সদস্যের সমন্বয় কমিটি, রয়েছেন অভিষেক

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 3:58 PM IST

Updated : Sep 2, 2023, 2:47 PM IST

মুম্বইয়ে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের বৈঠক থেকে শুক্রবার বড় সিদ্ধান্ত নেওয়া হল ৷ এই জোটের সদস্য দলগুলি নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করতে 14 সদস্যের একটি কো-অর্ডিনেশন কমিটি তৈরি করেছে ৷

ETV Bharat
ইন্ডিয়া জোট

মুম্বই, 1 সেপ্টেম্বর: মুম্বইয়ে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের বৈঠক থেকে শুক্রবার বড় সিদ্ধান্ত নেওয়া হল ৷ এই জোটের সদস্য-দলগুলি নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করতে 14 সদস্যের একটি কো-অর্ডিনেশন কমিটি তৈরি করেছে ৷ কমিটিতে তৃণমূলের তরফে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সিপিএমের তরফে কমিটিতে কে যোগ দেবেন সেই নাম পরে জানানো হবে ৷ এদিন 13 জনের নাম ঘোষণা করা হয়েছে ৷ সমন্বয়ের পাশাপাশি এই কমিটির মূল কাজ হবে নির্বাচনে লড়ার রণনীতি তৈরি করা ৷

14 জনের এই কমিটিতে রয়েছেন, কেসি বেনুগোপাল (কংগ্রেস), শরদ পাওয়ার (এনসিপি), টিআর বালু (ডিএমকে), হেমন্ত সোরেন (জেএমএম), সঞ্জয় রাউত (শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী), তেজস্বী যাদব (আরজেডি), অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস), রাঘব চাড্ডা (আপ), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), লালন সিং (জেডিইউ), ডি রাজা (সিপিআই), ওমর আবদুল্লাহ (ন্যাশনাল কনফারেন্স), মেহবুবা মুফতি (পিডিপি) ৷ সিপিআইএম এর তরফে কে এই কমিটির সদস্য হবেন তা পরে জানানো হবে ৷

এর আগে শোনা যাচ্ছিল মুম্বইয়ের বৈঠক থেকে 'ইন্ডিয়া' জোটের একটি লোগো প্রকাশ করা হবে ৷ তবে এবারের বৈঠকে তা চূড়ান্ত না হলেও একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যার মধ্যে অন্যতম হল, দেশের সিংহভাগ লোকসভা আসনে জোটবদ্ধ ভাবে লড়বে 'ইন্ডিয়া' জোট ৷ বিভিন্ন রাজ্যে এই লক্ষ্যে আসন বন্টন প্রক্রিয়া দ্রুত শুরু করা হচ্ছে ৷ পারস্পরিক সহযোগিতা, সমঝোতা ও আলোচনার মাধ্যমে এই আসন বন্টন চূড়ান্ত করা হবে ৷

একই সঙ্গে এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জনগনের সমস্যা সংক্রান্ত বিষয় তুলে ধরে দেশের একাধিক জায়গায় জনসভা করা হবে 'ইন্ডিয়া' জোটের তরফ থেকে ৷ কম করে 5-6টি সভা করার সিদ্ধান্ত হয়েছে ৷ বিরোধী জোটের স্লোগান হিসেবে বেছে নেওয়া হয়েছে 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া' ৷ বিভিন্ন ভাষায় এই স্লোগানের প্রচার করা হবে ৷

আরও পড়ুন: 'কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারের জন্য প্রস্তুত থাকুন', বৈঠক থেকে বার্তা খাড়গের

কো-অর্ডিনেশন কমিটি ছাড়াও আরও কয়েকটি কমিটি তৈরি হয়েছে এদিন ৷ যার মধ্যে রয়েছে মিডিয়া ওয়ার্কিং গ্রুপ ৷ 19 জন সদস্য থাকছেন এই কমিটিতে ৷ অপর কমিটি হল, রিসার্চ ওয়ার্কিং গ্রুপ ৷ 11 জন সদস্য থাকছেন এই কিমিটিতে ৷ তবে এই দুই কমিটিতে তৃণমূলের তরফে কে থাকবেন তা এখনও ঠিক হয়নি ৷

Last Updated : Sep 2, 2023, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details