মুম্বই, 1 সেপ্টেম্বর: মুম্বইয়ে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের বৈঠক থেকে শুক্রবার বড় সিদ্ধান্ত নেওয়া হল ৷ এই জোটের সদস্য-দলগুলি নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করতে 14 সদস্যের একটি কো-অর্ডিনেশন কমিটি তৈরি করেছে ৷ কমিটিতে তৃণমূলের তরফে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সিপিএমের তরফে কমিটিতে কে যোগ দেবেন সেই নাম পরে জানানো হবে ৷ এদিন 13 জনের নাম ঘোষণা করা হয়েছে ৷ সমন্বয়ের পাশাপাশি এই কমিটির মূল কাজ হবে নির্বাচনে লড়ার রণনীতি তৈরি করা ৷
14 জনের এই কমিটিতে রয়েছেন, কেসি বেনুগোপাল (কংগ্রেস), শরদ পাওয়ার (এনসিপি), টিআর বালু (ডিএমকে), হেমন্ত সোরেন (জেএমএম), সঞ্জয় রাউত (শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী), তেজস্বী যাদব (আরজেডি), অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস), রাঘব চাড্ডা (আপ), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), লালন সিং (জেডিইউ), ডি রাজা (সিপিআই), ওমর আবদুল্লাহ (ন্যাশনাল কনফারেন্স), মেহবুবা মুফতি (পিডিপি) ৷ সিপিআইএম এর তরফে কে এই কমিটির সদস্য হবেন তা পরে জানানো হবে ৷
এর আগে শোনা যাচ্ছিল মুম্বইয়ের বৈঠক থেকে 'ইন্ডিয়া' জোটের একটি লোগো প্রকাশ করা হবে ৷ তবে এবারের বৈঠকে তা চূড়ান্ত না হলেও একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যার মধ্যে অন্যতম হল, দেশের সিংহভাগ লোকসভা আসনে জোটবদ্ধ ভাবে লড়বে 'ইন্ডিয়া' জোট ৷ বিভিন্ন রাজ্যে এই লক্ষ্যে আসন বন্টন প্রক্রিয়া দ্রুত শুরু করা হচ্ছে ৷ পারস্পরিক সহযোগিতা, সমঝোতা ও আলোচনার মাধ্যমে এই আসন বন্টন চূড়ান্ত করা হবে ৷