নয়াদিল্লি, 23 মে: তিহাড় জেলে আত্মহত্যা ৷ দিল্লির এই জেলে এক বন্দি আত্মঘাতী হয়েছেন বলে জেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে ৷ মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে জেল কর্তৃপক্ষের ৷ তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে৷ এই নিয়ে বিস্তারিত কোনও তথ্য এখনও হাতে মেলেনি ৷
তবে জেল সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জাভেদ৷ সে সাজাপ্রাপ্ত বন্দি ছিল ৷ তাকে দিল্লির মালব্য নগরের একটি ডাকাতির ঘটনায় গ্রেফতার করে হয় ৷ পরে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেয় ৷ দিল্লির মালব্য নগরে ওই ডাকাতির ঘটনাটি ঘটেছিল 2016 সালে ৷
জেল সূত্রে আরও জানা গিয়েছে যে জাভেদের বয়স 26 ৷ তাকে জেলের 8-9 নম্বর সেলে বন্দি রাখা হয়েছিল ৷ মঙ্গলবার সকালে বন্দিদের জন্য বরাদ্দ শৌচালয়ে গিয়ে আত্মঘাতী হয় জাভেদ ৷ এই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ জাভেদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷
প্রসঙ্গত, চলতি মাসের 2 তারিখ তিহাড় জেলের এক বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু হয় ৷ তাঁর নাম ছিল তেজপুরিয়া ৷ তিনি গ্যাংস্টার তেজপুরিয়া হিসেবেই পরিচিত ছিলেন ৷ দিল্লির রোহিণী আদালতে শ্যুটআউটের ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৷ অভিযোগ, জেলের মধ্যেই ওই অভিযুক্তের বিরোধী গোষ্ঠীর লোকেরা তাঁকে খুন করে ৷
এই নিয়ে তদন্ত চলছে ৷ দিল্লি পুলিশ ওই ঘটনা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি ৷ তবে পুলিশের সূত্রে জানা গিয়েছে, তারা ঘটনার সময়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে ৷ সেখানে দেখা গিয়েছে যে অন্য বন্দিরা তেজপুরিয়ার উপর ছুরি নিয়ে আক্রমণ করছে ৷ বারবার ছুরি দিয়ে আঘাত করছে তাঁকে ৷
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে সেই সময় উর্দি পরা পুলিশের এক কর্মী উপস্থিত ছিলেন ৷ তিনি তেজপুরিয়াকে বাঁচানোর চেষ্টা করেননি ৷ এই ঘটনায় পুলিশি তদন্ত শুরু হওয়ার পর বেশ কয়েকজন পুলিশ কর্মীকে সাসপেন্ডও করা হয়েছে ৷ তার পরই এই আত্মহত্যার ঘটনা সামনে এল ৷
ফলে তিহাড় জেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তার উপর তিহাড় দেশের অন্যতম হাইপ্রোফাইল জেল ৷ সেখানে এই মুহূর্তে যাঁরা বন্দি হিসেবে রয়েছেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজন হাই প্রোফাইল ৷ দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, আরেক প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন, কনম্যান সুকেশ জৈন তিহাড়ে বিচারাধীন বন্দি ৷ বাংলার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও রয়েছেন তিহাড় জেলে ৷
স্বাভাবিকভাবে তাই তিহাড়ের নিরাপত্তা প্রশ্নের মুখে ৷ এখন দেখার তিহাড়ের নিরাপত্তা আঁটোসাঁটো করতে জেল কর্তৃপক্ষ ও দিল্লি পুলিশ কী কী ব্যবস্থা ভবিষ্যতে নেয় !
আরও পড়ুন:শত্রুপক্ষের হামলায় তিহাড় জেলে মৃত্যু গ্যাংস্টার তিল্লুর