পটনা (বিহার), 8 মার্চ: বিরোধী শূন্য নাগাল্যান্ড (Nagaland) ৷ সেখানে ভোটে জেতা সমস্ত রাজনৈতিক দলই সরকারকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ তবে এর মধ্যে তাৎপর্যপূর্ণ নীতীশ কুমারের জেডিইউ (JDU) ও শরদ পাওয়ারের এনসিপি (NCP) ৷ জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী এই দুই দলও রয়েছে তালিকায় ৷ তারাও নাগাল্যান্ডে এমন সরকারে সামিল হল, যেখানে শরিক হিসেবে রয়েছে বিজেপিও (BJP) ৷ স্বাভাবিক ভাবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে জাতীয় রাজনীতিতে ৷
60 আসনের নাগাল্যান্ড বিধানসভায় (Nagaland Assembly Elections 2023) এবার এনডিপিপি (NDPP) 25টি আসনে জিতেছে ৷ শরিক বিজেপি জিতেছে 12টি আসনে ৷ আসন সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে এনসিপি ৷ তাদের দখলে রয়েছে সাতটি আসন ৷ তবে ভোটের আগে জোট করে লড়েছিল এনডিপি-বিজেপি ৷ জেতার পর বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন এনডিপিপি-র নেফিউ রিও ৷
তার পর একে একে সব দলই সমর্থনের কথা জানাতে শুরু করেন ৷ এই নিয়ে বিবৃতি দেওয়া হয় জেডিইউয়ের তরফে ৷ দলের সিদ্ধান্ত না মেনে এই নাগাল্যান্ডের নেতৃত্ব সরকারকে সমর্থন জানিয়েছে বলে দাবি করেছে জেডিইউ ৷ সেই কারণে ওই কারণে ওই দলের উত্তর পূর্ব ভারতের দায়িত্বে থাকা আফাক আহমেদ খান জানিয়েছেন যে তাঁরা দলের নাগাল্যান্ড রাজ্য কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে ৷