পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Goa Politics : কার্টুনে বিতর্ক, মমতার সফরের আগেই উত্তাপ বাড়ছে গোয়ায়

বৃহস্পতিবার দু’দিনের সফরে গোয়া আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার আগেই একটি কার্টুন নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ তৃণমূলের সঙ্গে কার্যত সম্মুখ সমরে নেমেছে বিজেপি ৷

controversy regarding a cartoon circulated in social media ahead of mamata banerjee's goa  visit
Goa Politics : কার্টুনে বিতর্ক, মমতার সফরের আগেই উত্তাপ বাড়ছে গোয়ায়

By

Published : Oct 28, 2021, 5:21 PM IST

পানাজি (গোয়া), 28 অক্টোবর :বিজেপিকে সমূলে উৎখাতের ডাক দিয়ে গোয়ায় আত্মপ্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস ৷ আজই (বৃহস্পতিবার) এখানে পৌঁছচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ অথচ, তাঁর সফর শুরুর আগেই বাংলার শাসকদলের সঙ্গে কার্যত সম্মুখ সমরে জড়িয়ে পড়ল বিজেপি ৷ এমনকী, মমতাকে তাঁর সফর বাতিল করারও হুঁশিয়ারি দিল গেরুয়া শিবির ৷ ভাঙা হল তৃণমূলের হোর্ডিং, ব্যানার ৷ মমতার ছবিতে লাগানো হল কালো কালি ৷

আরও পড়ুন :Mamata Banerjee : "গোয়ায় এক নতুন ভোরের সূচনা করব", টুইট মমতার

ঘটনার সূত্রপাত হয় একটি কার্টুনকে ঘিরে ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই কার্টুনে দেখা যাচ্ছে, গোয়ার সৈকতে হাওয়াই চপ্পল পরা এক মহিলার ডান পা ৷ যাঁর পরে নীল পাড় সাদা শাড়ি ৷ তাঁর হাওয়াই চপ্পলের রংও নীল-সাদা ৷ আর সেই পায়ের তলায় চাপা পরার জোগাড় হয়েছে তিন ব্যক্তির ৷ যাঁদের চেহারার সঙ্গে মিল রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের (Pramod Sawant) ৷ হাওয়াই চপ্পল পরা ওই পা যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ এই কার্টুনটিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার সঙ্গে ‘হ্যাশট্যাগ গোয়েনচি নভি সাকাল’-সহ (#GoenchiNaviSakal) ইংরেজিতে একটি ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে ৷ যার বাংলা তর্জমা করলে হয়, ‘‘তিনি আসছেন...’’ (She is coming...) ৷

তৃণমূলের পক্ষে শুরু হওয়া এই কার্টুন-প্রচারের কড়া জবাব দিয়েছে গেরুয়া শিবির ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সফরের আগে গোয়ার গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফে হোর্ডিং, ব্যানার, পোস্টার লাগানো হয় ৷ কিন্তু, হঠাৎই দেখা যায়, সেসব ভেঙে দেওয়া হয়েছে ৷ কালো কালি লেপে দেওয়া হয়েছে পোস্টারে ছাপানো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবিতে ৷ চুপ থাকেনি তৃণমূল কংগ্রেসও ৷ ভাঙা ব্যানার, হোর্ডিংয়ের ছবি তুলে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে তারা ৷

আরও পড়ুন :Goa Politics : মমতার সফরের আগেই মোদির মুখে গোয়ার ‘উন্নয়ন মডেল’

যদিও যে কার্টুন নিয়ে এত হইচই, তা আদৌ তাদের তৈরি করা নয় বলেই দাবি করেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব ৷ তবে সেই তত্ত্ব মানতে নারাজ বিজেপি ৷ ইতিমধ্যেই এনিয়ে তৃণমূল নেতৃত্বকে কড়া চিঠি লিখেছেন বিজেপি রাজ্য সভাপতি সদানন্দ তানাওয়াড়ে (Sadanand Tanawade) ৷ তাঁর সাফ কথা, তৃণমূল যেমন আচরণ করবে, তেমনই জবাব দেবে বিজেপি ৷ সব মিলিয়ে মমতার দু’দিনের সফর শুরুর আগেই উত্তাপ বাড়ছে গোয়ায় ৷ চড়ছে রাজনীতির পারদ ৷

ABOUT THE AUTHOR

...view details