বেলাগাভি, 7 নভেম্বর: 'হিন্দু' শব্দের উৎপত্তি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক সতীশ জার্কিহলি (Congress MLA Satish Jarkiholi) ৷ বর্তমানে কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি পদেও রয়েছেন তিনি ৷ সোমবার বেলাগাভীর নিপান্নি এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "হিন্দু শব্দটি এসেছে পারস্য (পার্সিয়া) থেকে ৷ পার্সিয়ান হল ইরান, ইরাক, কাজাখস্থান ৷ তাহলে হিন্দু শব্দটির সঙ্গে ভারতের কী সম্পর্ক ? তাহলে হিন্দু তোমাদের কী করে হল? তাহলে সেটা কেন চাপিয়ে দেওয়া হচ্ছে?"
এখানেই থামেননি এই কংগ্রেস নেতা ৷ তিনি আরও বলেন, "এই হিন্দু শব্দের অর্থ খুব নোংরা ৷ আপনারা জানলে লজ্জা পাবেন ৷ এই নিয়ে চর্চা হওয়া উচিত ৷" তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে (Karnataka congress MLA on Hindu) ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক (controversial comment of Karnataka congress MLA) ৷