পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

laborers died in Dhanbad: মর্মান্তিক! 25 হাজার ভোল্টের সংস্পর্শে যেতেই ঝলসে গেলেন রেলের 6 ঠিকা শ্রমিক - বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল

রেলের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ছয় শ্রমিকের ৷ রেলের দাবি, খুঁটি বসানোর কাজ করতে গিয়েই দগ্ধ হয়ে মৃত্যু হয় এই শ্রমিকদের ৷

Etv Bharat
laborers died in Dhanbad

By

Published : May 29, 2023, 3:49 PM IST

ধানবাদ, 29 মে: রেলের হাইটেনশন তারের সঙ্গে লোহার খুঁটির ছোঁয়া লাগতেই ঝলসে মৃত্যু হল ছয় কর্মীর ৷ ঝাড়খণ্ডের কাটরাস স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়খোরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। রেললাইনের খুঁটির সঙ্গে হাইটেনশনের তার লেগে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে রেল।

রেল সূত্রে খবর, সোমবার রেল লাইনের পাশে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ করছিল ঠিকা শ্রমিকরা ৷ এই কাজ করার সময়ই ছয় চুক্তিভিত্তিক শ্রমিকের ঝলসে মৃত্যু হয়েছে বলে খবর। রেলের তরফে দাবি করা হচ্ছে, এদিন শ্রমিকরা খুঁটি বসানোর কাজই মূলত করছিল। জানা গিয়েছে, সেই খুঁটির সঙ্গেই হাইটেনশন তারের যোগ ছিল ৷ আর তার জেরেই বিদ্যুতের ছোবলে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার পর রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের উদ্ধারকারী দল কিন্তু ততক্ষণে সব শেষ বলেই জানান এলাকার মানুষ। রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন বলে খবর। ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেন ডিআরএম কমল কিশোর সিনহাও।

রেল সূত্রে খবর, হাওড়া-নয়াদিল্লি রেল রুটের ধানবাদ এবং গোমোর মধ্যে নিচিতপুর রেল গেটের কাছে 25 হাজার ভোল্টের বিদ্যুতের তার পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ছয় জনের। ঘটনার জেরে বন্ধ থাকে ট্রেন চলাচল। কালকা থেকে হাওড়াগামী ডাউন নেতাজি এক্সপ্রেস তেতুলমারি স্টেশনে থমকে রয়েছে বলে খবর। অন্যদিকে হাওড়া থেকে বিকানেরগামী প্রতাপ এক্সপ্রেস ধানবাদ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ৷ সড়কপথে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের কর্মকর্তা ও রেলওয়ের চিকিৎসকরাও। ধানবাদ থেকে দুর্ঘটনাস্থলে মেডিকেল ভ্যানও পাঠানো হয়েছে।

আরও পড়ুন: অগ্নিগর্ভ জন্মভূমি, উদ্বেগে বিশ্বভারতীর মণিপুরী অধ্যাপক-অধ্যাপিকা

রেলের তরফে প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, ওই শ্রমিকরা লোহার বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ করছিলেন। এই সময়ে সকলেই ওই লোহার খুঁটি ধরে ছিলেন। রেলের 25 হাজার ভোল্ট হাইটেনশন তারের সঙ্গে ওই খুঁটির সংযোগ হয়ে যায়। এর ফলে ওই তারের সঙ্গে খুঁটির সংস্পর্শে আসায় সব শ্রমিকেরই দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। গোটা ঘটনার জেরে রেলের দিকেই আঙুল তুলছে সকলে ৷ সেই সঙ্গে, ঠিকা শ্রমিকরা যখন কাজ করছিল, সেই সময় কেন রেলের তরফে যথাযথ আগাম সতর্কতা নেওয়া হয়নি তা নিয়েও উঠেছে প্রশ্ন ৷

ABOUT THE AUTHOR

...view details