নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর : 22 বছর পর আবার কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনী (Congress President Election) লড়াই হতে চলেছে ৷ শেষবার 2000 সালে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনী লড়াই হয়েছিল ৷ তার পর চলতি 2022-এ সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷
আগামী মাসে কংগ্রেসের (Congress) সভাপতি পদে নির্বাচন ৷ সোমবার কংগ্রেসের একটি সূত্র মারফত খবর মেলে যে এবার সভাপতি পদে প্রার্থী হতে চলেছেন সাংসদ শশী থারুর (Sashi Tharoor) ৷ গতকাল তিনি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে বৈঠক করেন ৷ সেই বৈঠকেই শশীকে নির্বাচনী লড়াইয়ে নামার সম্মতি দিয়েছেন সোনিয়া ৷ অন্যদিকে ভোটে প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ৷ সেই কারণেই নির্বাচনী লড়াই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷
কংগ্রেসে সবচেয়ে বেশি সময় সভাপতি পদে থেকেছেন সোনিয়া গান্ধি ৷ 1998 সালে তিনি এই পদে বসেন ৷ 2017 সালে তিনি সরে যান ৷ এই সময়কালে তাঁকে একবারই সভাপতি হওয়ার জন্য নির্বাচনী লড়াই করতে হয়েছিল ৷ 2000 সালের নভেম্বরে হওয়া ওই ভোটে তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা জিতেন্দ্র প্রসাদ ৷