নয়াদিল্লি, 16 অক্টোবর: আম আদমি পার্টি (আপ)-কে দিল্লির আবগারি নীতি মামলায় অভিযুক্ত করার কথা ভাবছে সিবিআই এবং ইডি ৷ সোমবার সুপ্রিম কোর্টে সেই মর্মে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের বক্তব্যও জানিয়েছে ৷ এদিন সিবিআই এবং ইডি-র তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চের সামনে যে নথি জমা দিয়েছেন, তাতে স্পষ্ট যে বেঞ্চের নির্দেশ রয়েছে এজেন্সিগুলি আপ'কে অভিযুক্ত করার বিষয়ে বিবেচনা করছে ৷ একই সঙ্গে, মানি লন্ডারিং প্রিভেনশন আইনের 70 ধারা-এর উপর আইনি বিধানও চালু করতে চাইছে ইডি।
দু'টি কেন্দ্রীয় সংস্থার দ্বারা তদন্ত করা মামলায় আপ-এর বিরুদ্ধে আলাদা চার্জ থাকবে কি না, সুপ্রিম কোর্ট অতিরিক্ত সলিসিটর জেনারেলকে মঙ্গলবার সেই বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করতে বলেছে ৷ বিচারপতি খান্না এদিন এমভি রাজুর উদ্দেশে বক্তব্য রাখার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন ৷ একই সঙ্গে, বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, “এটি ইডির মামলায় পৃথক বা একই অপরাধ হিসাবে গণ্য হবে ?" আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার এ বিষয়ে জবাব তলব করেছে আদালত।
দুর্নীতি মামলায় বেঞ্চ এদিন জানিয়েছে, এটি অবশ্যই পৃথক চার্জ হওয়া উচিত ৷ সেই সঙ্গে বিচারপতি প্রশ্ন করেন, "সিবিআই কি এক্ষেত্রে আলাদা চার্জ গঠন করবে?" যার উত্তরে অতিরিক্ত সলিসিটার জেনারেল জানান, চার্জ আলাদা হতে পারে, কিন্তু অপরাধ একই হবে। এর পালটা খানিক ভর্ৎসনার সুরেই বিচারপতি খান্না বলেন, "শুধু এই বিষয়েই তদন্ত করুন। কেন এখনও অভিযোগের ক্ষেত্রে কোনও সওয়াল শুরু হয়নি ? তা কবে হবে? আপনি কখন এই বিষয়ে সওয়াল করতে পারবেন সে সম্পর্কে আপনি নিজেই আত্মবিশ্বাসী নন।" এরপরই বেঞ্চ কার্যত স্পষ্ট করে দেয়, একবার চার্জশিট দাখিল করার পরে সওয়াল শুরু করতেই হবে।