নয়াদিল্লি,25 নভেম্বর:তামিলনাড়ুর জালিকাট্টু এবং মহারাষ্ট্রের গরুর গাড়ির দৌড় নিয়ে বড় প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট । দুটি রাজ্যের কাছে বিচারপতিরা জানতে চাইলেন, পশুদের বেছে নেওয়ার অধিকার নেই তাহলে এই ধরনের খেলায় তাদের কোন যুক্তিতে অন্তর্ভুক্ত করা যায় (The Constitutional Bench of SC Raised Question about Jallikattu) ?
জালিকাট্টু থাকবে নাকি উঠে যাবে তা নিয়ে বিতর্ক বহুদিনের । মানুষ আর ষাঁড়ের লড়াই বহুকাল ধরে চলে আসছে দক্ষিণ ভারতের এই রাজ্যে । শুধু চলতি প্রথা হিসেবে ব্যাপারটাকে দেখার অবকাশ নেই। নির্দিষ্ট আইনের ভিত্তিতে গোটা বিষয়টি হয়ে থাকে । প্রশ্ন উঠেছে সেই বিষয়টিকে নিয়েই । মহারাষ্ট্রের ক্ষেত্রেও বিষয়টি মোটামুটি এক ।
সম্প্রতি সর্বোচ্চ আদালত এই দুটি প্রাচীন প্রথার ভবিষ্যৎ নির্ধারণ করতে একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করে । বিচারপতি কেএম জসেফের নেতৃত্বে পাঁচ বিচারপতি ওই বেঞ্চে আছেন । শুনানি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে । প্রাথমিক শুনানিতে তামিলনাড়ু সরকারের আইনজীবী দাবি করেছেন জালিকাট্টুর মধ্যে অমানবিক কিছু নেই । তাছাড়া সমাজের মধ্যে যে সহমর্মিতা বোধের প্রয়োজন সেটারও কোনওরকম লঙ্ঘন হয় না এই খেলার । পোঙ্গালের সময় ভালো ফলনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতেই জালিকাট্টু খেলা হয়ে থাকে ।