পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি পৌঁছাল কোভিশিল্ড, যাবে অন্য রাজ্যেও - Covid 19 vaccine

আজ কোভিশিল্ড নিয়ে পুনে থেকে প্রথম বিমানটি উড়ে যায় দিল্লি । এরপর একাধিক জায়গায় পৌঁছাবে এই ভ্যাকসিন ।

Covishield of Serum Institute of India
ছবি

By

Published : Jan 12, 2021, 6:55 AM IST

Updated : Jan 12, 2021, 10:44 AM IST

মুম্বই, 12 জানুয়ারি : ভোর প্রায় পাঁচটা । পুনের সেরাম ইনস্টিটিউটের বাইরে তখন যুদ্ধকালীন তৎপরতা । ছিলেন পুলিশকর্মীরা । কিছুক্ষণ পর তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাক বেরিয়ে এল সেরাম ইনস্টিটিউটের ভিতর থেকে । গন্তব্য বিমানবন্দর । ট্রাকগুলির ভিতরে ছিল কোরোনার ভ্যাকসিন কোভিশিল্ড । কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে আজই পৌঁছে যাবে এই প্রতিষেধক । প্রথম দফায় কলকাতায় পৌঁছাবে কোভিশিল্ডের প্রায় সাড়ে 10 লাখ শিশি ।

ট্রাকগুলিতে মোট 478টি বাক্স রয়েছে কোভিশিল্ডের । এক একটির ওজন 32 কেজি । আজ সকাল 10টার মধ্যে বিভিন্ন শহরের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হবে কোরোনার ভ্যাকসিন ।

আরও পড়ুন : কোভিশিল্ড মিলবে 200 টাকায়, আজই দাম নির্ধারণ : সূত্র

পুনে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট আটটি বিশেষ বিমানে কোভিশিল্ড পৌঁছে দেওয়া হবে 13টি আলাদা আলাদা গন্তব্যে । প্রথম বিমানটি উড়ে যায় দিল্লির উদ্দেশে । পাশাপাশি কলকাতা, আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, কুর্নুল, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, গুয়াহাটি, লখনউ, চণ্ডীগড় ও ভুবনেশ্বরেও আজই আকাশপথে পৌঁছে যাবে ভ্যাকসিন । এছাড়া সড়কপথে মুম্বইতেও তা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ।

দিল্লি বিমানবন্দরে পৌঁছাল কোভিশিল্ড

16 জানুয়ারি থেকে দেশে কোরোনার টিকাকরণ শুরু হবে । প্রথম দফায় তা স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে । তার পর দেওয়া হবে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের। এর পরের ধাপে টিকা পাবেন পঞ্চাশোর্ধরারা যাদের কো-মর্বিডিটি রয়েছে ।

Last Updated : Jan 12, 2021, 10:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details