পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

HP Election Result 2022: জনতার রায়ে এগিয়ে থেকেও বিজেপির 'ঘোড়া কেনাবেচা'র আশংকা ভাবাচ্ছে কংগ্রেসকে

হিমাচলপ্রদেশের ভোটগণনার (HP Election Result 2022) ট্রেন্ড বলছে, ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস (Congress) ৷ তারপরও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না তাদের ৷ ঘুম কেড়েছে বিজেপির (BJP) 'ঘোড়া কেনাবেচা'র (Horse Trading) রাজনীতি ৷

Congress worries about Horse Trading even after a good position in HP Election Result 2022
HP Election Result 2022: জনতার রায়ে এগিয়ে থেকেও বিজেপির 'ঘোড়া কেনাবেচা'র আশংকা ভাবাচ্ছে কংগ্রেসকে

By

Published : Dec 8, 2022, 3:56 PM IST

সিমলা, 8 ডিসেম্বর: 68 আসনের হিমাচলপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার 35 ৷ তথ্য বলছে, সেই সংখ্যা অনায়াসেই পেরিয়ে যাবে কংগ্রেস ৷ এবারের নির্বাচনে তাদের প্রাপ্ত আসনের সংখ্য়া (HP Election Result 2022) অন্তত 40 হবে ৷ কিন্তু, তারপরও চিন্তা যাচ্ছে না কংগ্রেস শিবিরের (Congress) ৷ কর্ণাটক, গোয়া, মধ্যপ্রদেশ কিংবা হালের মহারাষ্ট্র, জনতার দরবারে পিছিয়ে থেকেও যে সরকার গড়া যায়, তার প্রমাণ বারবার দিয়েছে বিজেপি (BJP) ৷ আর তাতেই ভয় ধরেছে কংগ্রেসের অন্দরে ৷ হিমাচলপ্রদেশের জয়ী প্রার্থীদের যাতে বিজেপি কোনও মতেই 'কিনে' নিতে না পারে, তা একেবারে সুনিশ্চিত করতে চাইছে কংগ্রেস ৷ তারজন্য ইতিমধ্যেই শুরু হয়েছে তৎপরতা ৷

হাইকম্যান্ডের পক্ষ থেকে হিমাচলের জয়ী কংগ্রেস প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে, তাঁরা যেন কোনও প্রলোভনে (Horse Trading) পা না-দেন ৷ সকলে যেন একজোট থাকেন ৷ সূত্রের খবর, সরকার গঠিত না-হওয়া পর্যন্ত দলের জয়ী প্রার্থীদের রাজস্থান হয়ে চণ্ডীগড়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে ৷

আরও পড়ুন:সিরাজ বিধানসভাকেন্দ্রে জিতলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর

কংগ্রেস সূত্রে খবর, হিমাচলপ্রদেশের পরিস্থিতি যাতে কোনওভাবেই 'হাতের বাইরে' চলে না যায়, সেদিকে নজর রাখছেন স্বয়ং দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ ইতিমধ্য়েই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং হিমাচলপ্রদেশে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব শুক্লাকে বিশেষ দায়িত্ব দিয়ে মোতায়েন করেছেন তিনি ৷ এঁদের সকলেরই প্রাথমিক কাজ হল, প্রত্য়েক জয়ী কংগ্রেস প্রার্থীর সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলা ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হতেই দেখা যায়, কংগ্রেস আর বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই করছে ৷ তবে, বেলা যত গড়িয়েছে, কংগ্রেসের পাল্লা ততই ভারী হয়েছে ৷ বেলা 11টা 40 মিনিটেই কংগ্রেস 38টি আসনে এগিয়ে ছিল ৷ পরে তা বেড়ে হয় 40 ৷ যদিও ভোটগণনা এখনও চলছে ৷ ফলে চূড়ান্ত ফলাফলে আরও কিছু বদল আসতে পারে ৷ অন্যদিকে, দিনের শুরুতে মোট 33টি আসনে এগিয়ে ছিল শাসক বিজেপি ৷ কিন্তু, ক্রমশ সেটা কমে হয় 25 ৷ পাশাপাশি, তিনটি আসনে নির্দল প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details