পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress Workers Detained in Delhi: রাহুলের হাজিরার আগে জমায়েত, এআইসিসি অফিসের সামনেই আটক কংগ্রেস কর্মীরা - সোনিয়া গান্ধি

এআইসিসি অফিসের সামনে থেকে কংগ্রেস কর্মীদের আটক করল দিল্লি পুলিশ (Congress Workers Detained Ahead of Their March in Support of Rahul Gandhi) ৷ রাহুল গান্ধিকে ইডি’র তলবের প্রতিবাদে কংগ্রেসের তরফে মিছিলের ডাক দেওয়া হয় ৷ যে ঘটনায় দিল্লি পুলিশ কংগ্রেসের জাতীয় কার্যালয়ের সামনে জমায়েত করা কর্মীদের আটক করেছে ৷

Congress Workers Detained Ahead of Their March in Support of Rahul Gandhi
Congress Workers Detained Ahead of Their March in Support of Rahul Gandhi

By

Published : Jun 13, 2022, 12:19 PM IST

নয়াদিল্লি, 13 জুন : দিল্লিতে কংগ্রেস কর্মীদের আটক করল পুলিশ ৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) আজ সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিকে তলব করেছে এনফোর্সেমেন্ট ডিরেক্টরেট ৷ তার আগে আজ সকাল থেকে দিল্লির রাস্তায় প্রতিবাদ মিছিলের কর্মসূচি নিয়েছিল কংগ্রেসের নেতা-কর্মীরা ৷ এআইসিসি’র দফতরের সামনে থেকে মিছিল করার কথা কংগ্রেসের ৷ তার আগেই জমায়েত করা কংগ্রেস কর্মীদের আটক করেছে দিল্লি পুলিশ (Congress Workers Detained Ahead of Their March in Support of Rahul Gandhi) ৷

এ দিন সকালে কংগ্রেসের জাতীয় কার্যালয়ের সামনে জমায়েত করা কর্মীদের আটক করে বাসে তুলতে দেখা গেল পুলিশকে ৷ যে ঘটনায় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সামান্য ধস্তাধস্তি হয় ৷ ফলে বিক্ষোভকারীদের জোর করেই বাসে তুলে নিয়ে যায় পুলিশ ৷ আজ দিল্লিতে ইডি’র অফিসে ন্যাশনাল হেরাল্ডের বেআইনি আর্থিক লেনদেনের মামলায় রাহুল গান্ধির হাজিরা রয়েছে ৷ আগেই রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ইডি’র তরফে ৷ কিন্তু, সেই সময় সোনিয়া এবং রাহুল দু’জনের করোনা ধরা পড়ে ৷ ফলে হাজিরার জন্য সময় চেয়ে নেন তাঁরা ৷

আজকে রাহুল গান্ধির সমর্থনে দিল্লিতে মিছিল করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিল, দিল্লি প্রদেশ কংগ্রেস ৷ কিন্তু, দিল্লি কমিশনারেটের তরফে সেই আবেদন মঞ্জুর করা হয়নি ৷ পুলিশের তরফে জানানো হয়, হিংসাত্মক ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলার প্রশ্নে প্রতিবাদ মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয় ৷ তবে, কংগ্রেস নেতৃত্বের তরফে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করা হলেও, তা খারিজ করে দেয় পুলিশ ৷

আরও পড়ুন :Presidential Poll : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার পর তৎপর সোনিয়াও, কথা বিরোধী নেতৃত্বের সঙ্গে

তবে, পুলিশের অনুমতি না থাকলেও কংগ্রেসের তরফে মিছিল করার কথা ঘোষণা করা হয় ৷ ফলে আজ রাজধানীতে দিনভর রাজনৈতিক উত্তাপ থাকবে, তা আগেই আঁচ করা গিয়েছিল ৷ কংগ্রেসের তরফে মিছিলের প্রস্তুতিও নেওয়া হয়ে গিয়েছে ৷ পুলিশও আগাম সতর্কতা হিসাবে দিল্লির রাস্তায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে ৷ সেই সঙ্গে এআইসিসি’র অফিসের সামনে রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ ৷ তবে, কংগ্রেস কর্মীরা এআইসিসি অফিসের সামনে পৌঁছতে না পারলে, দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ দেখাতে পারে (Congress Workers Detained in Delhi)৷

ABOUT THE AUTHOR

...view details