বেঙ্গালুরু, 25 জানুয়ারি: সামনেই 224 আসনের কর্নাটক বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election 2023) ৷ আর ভোটের আবহকে আরও উত্তপ্ত করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার (DK Shivakumar) ৷ তিনি বলেন, "আমরা বিধান সৌধ ডেটল দিয়ে ধোয়াব ৷ আর শুদ্ধিকরণের জন্য আমার কাছে গোমুত্র রয়েছে (Purify Karnataka Assembly With Cow Urine) ৷" শিবকুমারের এই মন্তব্যের পরেই সরগরম কর্নাটকের রাজনৈতিক আবহ ৷ নির্বাচনী আবহে যা নিয়ে শুরু হয়েছে প্রবল তরজা ৷
উল্লেখ্য, ভোটের আগে শাসক বিজেপি শিবিরের তরফে সিদ্দারামাইয়া সরকারের 35 হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ করা হয়েছে ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি । কর্নাটক বিধানসভার বিরোধী দলনেতা সিদ্দারামাইয়াও ছিলেন সেখানে ৷ বিজেপির উদ্দেশ্যে শিবকুমার বলেন, "আগের কংগ্রেস সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বোম্মাই এবং তাঁর মন্ত্রীরা মিথ্যে অভিযোগ করছেন ৷" তাঁর কথায়,"আপনার (বাসবরাজ বোম্মাই) সরকারের আর 40-45 দিন আছে ৷ যা নেওয়ার নিয়ে তাঁবু গোটাতে শুরু করুন ৷ আমরা ডেটল নিয়ে যাব বিধান সৌধ পরিষ্কার করতে ৷ শুদ্ধিকরণের জন্য আমার কাছে কিছু গোমুত্র রয়েছে ৷ লোকজন এই শয়তান সরকারের পতন চায় ৷ বোম্মাই আপনার মন্ত্রীদের বলুন দ্রত তলপি-তলপা গুটিয়ে নিতে ৷"