কলকাতা, 23 জুন: কেন্দ্রীয় সরকারের আনা 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর বিরোধিতায় আগেই দিল্লির (Delhi) যন্তর মন্তরে (Jantar Mantar) 'সংহতি সত্যাগ্রহ' পালন করেছে কংগ্রেস (Congress) ৷ এবার দেশজুড়ে সেই প্রতিবাদ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল শীর্ষ নেতৃত্ব ৷ ইতিমধ্য়েই এই মর্মে দিল্লির তরফ থেকে বিভিন্ন রাজ্যে নির্দেশিকাও পাঠানো হয়েছে ৷ তাতে আগামী 27 জুন দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে ৷
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত দিনে সারা দেশে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সত্যাগ্রহ (Satyagraha) পালন করা হবে ৷ সেই কর্মসূচি যাতে ঠিক মতো পরিচালিত হয়, তা নিশ্চিত করতে বুধবারই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল (K C Venugopal) প্রত্যেক প্রদেশ সভাপতিকে চিঠি পাঠিয়েছেন ৷ প্রদেশ সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে, দলের প্রত্যেক বিধায়ক ও সাংসদকে নিজের নিজের এলাকায় সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিতে হবে ৷ পাশাপাশি, জেলাস্তরে সেই দায়িত্ব পালন করবেন জেলা সভাপতিরা ৷
আরও পড়ুন:Dilip Ghosh: সিভিক ভলান্টিয়ারদের অগ্নিপথে যোগদানের আবেদন দিলীপের
কংগ্রেসের অভিযোগ, দেশের যুব সমাজ ও সেনাবাহিনীকে ধ্বংস করে দেবে কেন্দ্রীয় সরকারের এই অগ্নিপথ প্রকল্প ৷ যুব সমাজ ও সেনা, এরাই তো দেশকে রক্ষা করে ৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের নীতির কারণে তাঁরা এখন বিভ্রান্ত ৷ দেশের পক্ষে এই প্রকল্প পুরোপুরি ধ্বংসাত্মক বলেই মত কংগ্রেস শীর্ষ নেতৃত্বের ৷ এই সিদ্ধান্তকে দেশের মানুষ গ্রহণ করবে না বলেও মনে করছে তারা ৷
কংগ্রেসের বক্তব্য, কেন্দ্রের বিজেপি সরকারের পতন নিশ্চিত ৷ তাদের দাবি, দেশে এমন একটি সরকার আসা দরকার, যারা প্রকৃত অর্থেই সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবে ৷ দেশের সম্পদ রক্ষা করবে ৷ কিন্তু অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে এমনটা হওয়া সম্ভব নয় বলেই মনে করছে কংগ্রেসের হাইকম্য়ান্ড ৷ বরং এতে দেশের নিরাপত্তার সঙ্গে আপোস করা হবে ৷ তাই শান্তিপূর্ণভাবে এই প্রকল্পের প্রতিবাদে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
প্রসঙ্গত, অগ্নিপথের বিরোধিতা করতে গিয়ে সারা দেশে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন প্রতিবাদীদের একাংশ ৷ যার রেশ পশ্চিমবঙ্গেও পড়েছে ৷ রেল পুড়িয়ে, ভাঙচুর চালিয়ে এমন প্রতিবাদের সমালোচনা করেছে নানা মহল ৷ এই প্রেক্ষাপটে শান্তিপূর্ণভাবেই অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ৷