পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress Protest : জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে 14 নভেম্বর থেকে রাস্তায় কংগ্রেস

দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে 14 নভেম্বর থেকে রাস্তায় নামছে কংগ্রেস ৷ এই কর্মসূচি চলবে 29 নভেম্বর পর্যন্ত ৷ বিক্ষোভ, পদযাত্রায় সামিল হবেন কংগ্রেসের প্রথম সারির নেতা-নেত্রীরা ৷

Congress will launch massive agitation against fuel price hike from Nov 14 to 29
Congress Protest : পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে 14 নভেম্বর থেকে রাস্তায় নামছে কংগ্রেস

By

Published : Oct 24, 2021, 4:13 PM IST

নয়াদিল্লি, 24 অক্টোবর :পেট্রল, ডিজেলের লাগামছাড়া দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামতে চলেছে কংগ্রেস ৷ আগামী 14 নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু করবে তারা ৷ চলবে 29 নভেম্বর পর্যন্ত ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল (KC Venugopal) এই প্রসঙ্গে বলেন, ‘‘পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আমরা লাগাতার বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছি ৷ 14 নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু হবে ৷ চলবে 29 নভেম্বর পর্যন্ত ৷’’ বেণুগোপাল জানিয়েছেন, প্রতিবাদ কর্মসূচির আওতায় একাধিক জায়গায় পদযাত্রা করা হবে ৷ তাতে কংগ্রেসের শীর্ষ নেতা-নেত্রীরা অংশগ্রহণ করবেন ৷ বস্তুত, মোট 14 দিনের কর্মসূচির মধ্যে পুরো একটা সপ্তাহই পদযাত্রার জন্য বরাদ্দ রাখা হবে ৷

আরও পড়ুন :Petrol-Diesel Price : টানা পাঁচদিন বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম

এরই মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তোপ দেগেছেন কংগ্রেসের আর এক প্রবীণ নেতা পি চিদম্বরম (P Chidambaram) ৷ তাঁর বক্তব্য, তেলের দাম বাগে আনতে ইতিমধ্যেই কর কমানোর দাওয়াই দিয়েছে আরবিআই (Reserve Bank of India) ৷ কিন্তু, কেন্দ্র সেই পথে হাঁটতে রাজি নয় ৷ মোদি সরকারের এই মানসিকতার প্রবল সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের লোভের জন্যই পেট্রল ও ডিজেলের দাম বাড়়ছে ৷ এই কারণেই আরবিআই (RBI) করের পরিমাণ কমানোর প্রস্তাব দিয়েছে ৷ তারা বারবার সরকারকে এই বিষয়ে আবেদন জানিয়েছে ৷’’

আরও পড়ুন :Fuel Price Hike : 95 শতাংশ ভারতীয় পেট্রল ব্যবহার করেন না, দাবি বিজেপি মন্ত্রীর

এদিকে, গত কয়েক দিন ধরেই গোটা দেশে বাড়ছে জ্বালানি তেলের দাম ৷ শনিবার দিল্লিতে প্রতি লিটারে পেট্রলের দাম বাড়ে 35 পয়সা ৷ এক লিটার পেট্রল কিনতে আম আমদমিকে খরচ করতে হয় 107 টাকা 24 পয়সা ৷ অন্যদিকে, 35 পয়সা দাম বেড়ে প্রতি লিটারে ডিজেলের দাম ছিল 95 টাকা 97 পয়সা ৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে 113 টাকা 12 পয়সা এবং 104 টাকা ৷

ABOUT THE AUTHOR

...view details