পশ্চিমবঙ্গ

west bengal

রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার স্লোগান-লোগো প্রকাশ কংগ্রেসের

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 3:58 PM IST

Bharat Jodo Nyay Yatra: আগামী 14 জানুয়ারি ইম্ফল থেকে রাহুল গান্ধি শুরু করবেন ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ৷ সেই যাত্রার স্লোগান ‘ন্যায় কা হক মিলনে তক’ ৷ যার অর্থ, সুবিচারের অধিকার না পাওয়া পর্যন্ত ৷ শনিবার এই স্লোগান ও এই যাত্রা লোগো প্রকাশ্যে আনল কংগ্রেস ৷

Congress
Congress

নয়াদিল্লি, 6 জানুয়ারি: রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র স্লোগান ও লোগো শনিবার প্রকাশ করল কংগ্রেস ৷ এ দিন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দুই সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ও কেসি বেণুগোপাল এই স্লোগান ও লোগো প্রকাশ্যে আনেন ৷ এই যাত্রায় কংগ্রেসের স্লোগান হতে চলেছে ‘ন্যায় কা হক মিলনে তক’ ৷ অর্থাৎ সুবিচারের অধিকার না পাওয়া পর্যন্ত ৷

নয়াদিল্লিতে এআইসিসির সদর দফতরেই এই স্লোগান ও লোগো প্রকাশের অনুষ্ঠান হয় ৷ সেখানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "রাহুল গান্ধির নেতৃত্বে আমরা 14 জানুয়ারি থেকে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু করছি । 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' দেশের জনগণকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচার দেওয়ার জন্য আমাদের শক্তিশালী পদক্ষেপ ।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা জনগণের মধ্যে গিয়ে তাঁদের জানাচ্ছি যে অন্য কোনও উপায় নেই । আমরা সংসদে কথা বলার চেষ্টা করেছি এবং বিষয়গুলো তুলে ধরেছি । কিন্তু সরকার আমাদের কোনও সুযোগ দেয়নি । ইতিহাসে প্রথমবারের মতো 146 জন সংসদ সদস্যকে বরখাস্ত করা হয়েছে ।"

একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও তোপ দাগেন খাড়গে ৷ তিনি বলেন, "তিনি (প্রধানমন্ত্রী মোদি) অন্তত লোকসভায় এসেছিলেন ৷ কিন্তু একবারও রাজ্যসভায় উঁকি দেননি ।’’ হিংসাদীর্ণ মণিপুরে প্রধানমন্ত্রীর না যাওয়া নিয়েও সমালোচনা করেন খাড়গে ৷

রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' আগামী 14 জানুয়ারি মণিপুরের ইম্ফল থেকে শুরু হবে ৷ আগামী 20 বা 21 মার্চ মুম্বইয়ে এই কর্মসূচি শেষ হবে ৷ এই সময়ের মধ্য়ে ইম্ফল থেকে মণিপুরের মধ্যে তিনি 6713 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবেন ৷ এর মধ্যে 100টি লোকসভা কেন্দ্র এবং 337টি বিধানসভা আসন থাকছে ৷ দেশের এই অংশের 110টি জেলায় রাহুলের এই যাত্রা ছুঁয়ে যাবে ৷

আরও পড়ুন:

  1. ভারত জোড়ো ন্য়ায় যাত্রায় বাংলায় 5 দিন কাটাবেন রাহুল, জোটের অন্যান্য দলকেও আমন্ত্রণ
  2. লক্ষ্য অন্ধ্রের ভোট, জগনের বোন শর্মিলার ওয়াইএসআরটিপি মিশে গেল কংগ্রেসে
  3. বর্ষবরণের আগে কমলালেবুর জেলি বানালেন রাহুল, সঙ্গী হলেন মা সোনিয়া

ABOUT THE AUTHOR

...view details