পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sunil Jakhar : সিধুর নেতৃত্বে ভোটে লড়া নিয়ে পঞ্জাব কংগ্রেসে কলহ তুঙ্গে - অমিত মালব্য

ক্যাপ্টেন অমরিন্দর সিং পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ কংগ্রেসের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি পঞ্জাবের দায়িত্ব নিয়েও নিয়েছেন ৷ তারপরও কংগ্রেসের অন্তর্কলহ চলছেই ৷

congress-to-fight-2022-punjab-polls-under-navjot-sidhu-rawat
Sunil Jakhar : সিধুর নেতৃত্বে ভোটে লড়া নিয়ে পঞ্জাব কংগ্রেসে কলহ তুঙ্গে

By

Published : Sep 20, 2021, 2:35 PM IST

চণ্ডিগড়, 20 সেপ্টেম্বর:দলীয় কোন্দলের জেরে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ তারপর কংগ্রেসের নতুন মুখ্যমন্ত্রীচরণজিৎ সিং চান্নি পঞ্জাবের দায়িত্ব নিয়েও নিয়েছেন ৷ তারপরও রাহুল গান্ধির দলে কলহ থামার কোনও লক্ষণ নেই ৷ এবার লড়াই বাধল হরিশ রাওয়াত ও পঞ্জাবের বর্ষীয়ান কংগ্রেস নেতা সুনীল জাখরের মধ্যে ৷

হরিশ রাওয়াত পঞ্জাবে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ৷ তিনি জানিয়েছেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে কংগ্রেস নভজ্যোত সিং সিধুর নেতৃত্বেই লড়াই করবে ৷ কারণ, তিনি খুব জনপ্রিয় ৷ সোমবার এরই প্রতিবাদ করেছেন সুনীল জাখর ৷ তাঁর বক্তব্য, এই ধরনের মন্তব্যে নতুন মুখ্যমন্ত্রীকে ছোট করা হচ্ছে ৷ এর নেতিবাচক প্রভাব পড়বে ৷

আরও পড়ুন :Afghan drug smuggling: গুজরাতে উদ্ধার 9 হাজার কোটি টাকার হেরোইন

প্রসঙ্গত, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ইস্তফার পর সুনীল জাখরকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী হলেন অন্য একজন ৷ আবার কয়েকমাস পর বিধানসভা ভোটে অন্য একজন নেতার নেতৃত্বে কংগ্রেস ভোটে লড়বে বলে ঘোষণা হয়ে গেল ৷ এই কারণেই সুনীল জাখরের পালটা প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে ৷

এদিকে এই ইস্যুতে কংগ্রেসের সমালোচনা করতে আসরে নেমে পড়েছে বিজেপি ৷ দলের নেতা অমিত মালব্য টুইট করেছেন এই নিয়ে ৷ তাঁর দাবি, গান্ধি পরিবারের ঘনিষ্ঠ সিধুকে জায়গা দিতেই যে চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করা হয়ে থাকে, তাহলে সেটা দলিত সম্প্রদায়কে অপমান ৷ কংগ্রেস যে দলিতদের ক্ষমতায়নের কথা বলে, এই ক্ষেত্রে সেটাই হচ্ছে ৷ এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন :Rajinderpal Singh Bhatia commits suicide : ছত্তিশগড়ের প্রাক্তন মন্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

এখানে উল্লেখ করা প্রয়োজন যে সাম্প্রতিক সময়ে পঞ্জাব কংগ্রেসে অন্তর্কলহ ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করে ৷ বিশেষ করে নভজ্যোত সিং সিধুকে পঞ্জাব কংগ্রেসের সভাপতি করার পর থেকে তা আরও বেড়ে যায় ৷ এই পরিস্থিতিতে দল আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে যায় ৷ একদল সিধুর পক্ষে চলে যায় ৷ অন্য দল থেকে যায় ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পক্ষে ৷

সিধুর অনুগামীদের মধ্যে 50 জন বিধায়ক ক্যাপ্টেনের বিরুদ্ধে হাইকমান্ডকে চিঠি দেয় ৷ যার পরিপ্রেক্ষিতে পরিষদীয় দলের বৈঠক ডাকা হয় গত শনিবার ৷ কিন্তু সেই বৈঠকের আগেই ক্যাপ্টেন দায়িত্ব ছাড়ার ঘোষণা করে দেন ৷ রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্রও জমা দেন ৷ পরে তিনি জানান, বিকল্পের সন্ধানে তিনি অনুগামীদের সঙ্গে আলোচনা করবেন ৷

আরও পড়ুন :India-Saudi Arabia Meeting : আফগান পরিস্থিতি নিয়ে সৌদি আরবের সঙ্গে বৈঠক ভারতের

সেই বিকল্প কী হবে, তার উত্তর এখনও মেলেনি ৷ তবে ভোট যত এগোবে এই পরিস্থিতি পঞ্জাবে কংগ্রেসকে যে আরও বিপাকে ফেলবে, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে ৷ তাই ভোটের ময়দানে ঠিক কী হয়, এখন সেটাই দেখার !

ABOUT THE AUTHOR

...view details