চণ্ডিগড়, 20 সেপ্টেম্বর:দলীয় কোন্দলের জেরে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ তারপর কংগ্রেসের নতুন মুখ্যমন্ত্রীচরণজিৎ সিং চান্নি পঞ্জাবের দায়িত্ব নিয়েও নিয়েছেন ৷ তারপরও রাহুল গান্ধির দলে কলহ থামার কোনও লক্ষণ নেই ৷ এবার লড়াই বাধল হরিশ রাওয়াত ও পঞ্জাবের বর্ষীয়ান কংগ্রেস নেতা সুনীল জাখরের মধ্যে ৷
হরিশ রাওয়াত পঞ্জাবে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ৷ তিনি জানিয়েছেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে কংগ্রেস নভজ্যোত সিং সিধুর নেতৃত্বেই লড়াই করবে ৷ কারণ, তিনি খুব জনপ্রিয় ৷ সোমবার এরই প্রতিবাদ করেছেন সুনীল জাখর ৷ তাঁর বক্তব্য, এই ধরনের মন্তব্যে নতুন মুখ্যমন্ত্রীকে ছোট করা হচ্ছে ৷ এর নেতিবাচক প্রভাব পড়বে ৷
আরও পড়ুন :Afghan drug smuggling: গুজরাতে উদ্ধার 9 হাজার কোটি টাকার হেরোইন
প্রসঙ্গত, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ইস্তফার পর সুনীল জাখরকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী হলেন অন্য একজন ৷ আবার কয়েকমাস পর বিধানসভা ভোটে অন্য একজন নেতার নেতৃত্বে কংগ্রেস ভোটে লড়বে বলে ঘোষণা হয়ে গেল ৷ এই কারণেই সুনীল জাখরের পালটা প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে ৷
এদিকে এই ইস্যুতে কংগ্রেসের সমালোচনা করতে আসরে নেমে পড়েছে বিজেপি ৷ দলের নেতা অমিত মালব্য টুইট করেছেন এই নিয়ে ৷ তাঁর দাবি, গান্ধি পরিবারের ঘনিষ্ঠ সিধুকে জায়গা দিতেই যে চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করা হয়ে থাকে, তাহলে সেটা দলিত সম্প্রদায়কে অপমান ৷ কংগ্রেস যে দলিতদের ক্ষমতায়নের কথা বলে, এই ক্ষেত্রে সেটাই হচ্ছে ৷ এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে তিনি জানিয়েছেন ৷