পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 14, 2022, 4:45 PM IST

Updated : Jun 14, 2022, 6:05 PM IST

ETV Bharat / bharat

Presidential Election 2022 : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার ডাকা বৈঠকে যোগ দিচ্ছে কংগ্রেস, দিল্লিতে পাওয়ারের সঙ্গে বৈঠকে মমতা

আগামিকাল, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলগুলির বৈঠক ডেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Opposition meet over Presidential polls called by Mamata Banerjee) ৷

Presidential Election
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার ডাকা বৈঠকে যোগ দিচ্ছে কংগ্রেস

নয়াদিল্লি, 14 জুন : বুধবার, 15 জুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিচ্ছে কংগ্রেস (Congress to attend June 15 Opposition meet over Presidential polls called by Mamata Banerjee) ৷ মঙ্গলবার এআইসিসি-সূত্রে এই তথ্য জানা গিয়েছে ৷ এই বৈঠকে যোগ দেওয়ার জন্য রাজ্যসভার দলনেতা মল্লিকা অর্জুন খাড়গেকে নির্দেশ দিয়েছেন সোনিয়া গান্ধি ৷ আগামিকাল, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হওয়ার কথা ৷

বুধবারের বৈঠকের আগে ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন বিকেলে তিনি দেখা করেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে ৷ মনে করা হচ্ছে, রাষ্ট্রপতি পদে বিরোধী জোটের তরফে প্রার্থী হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন শরদ পাওয়ার ৷ তৃণমূল সূত্রে খবর, বুধবারের বৈঠকে যোগ দেওয়ার জন্য 22টি রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছেন মমতা ৷ সম্ভবত বামেরাও মমতার ডাকা বৈঠকে তাদের প্রতিনিধি পাঠাবে ৷

আরও পড়ুন :লক্ষ্য রাষ্ট্রপতি নির্বাচন, বিরোধী বৈঠকে যোগ দিতে আজ দিল্লিতে মমতা

কংগ্রেসের তরফে এর আগে জানানো হয়েছিল, গত শনিবার রাষ্ট্রপতি ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছেন সোনিয়া গান্ধি ৷ তাদের দুই মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ভূপেশ বাঘেলকে মমতা চিঠি না পাঠানোয় কংগ্রেস এই বৈঠকে যোগ নাও দিতে পারে বলে মনে করা হচ্ছিল ৷ কিন্তু শেষপর্যন্ত কংগ্রেস সভানেত্রী এই বৈঠকে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷ আগামী 24 জুলাই শেষ হচ্ছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পদের মেয়াদ ৷ আগামী 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, ভোট গণনা 21 জুলাই ৷

Last Updated : Jun 14, 2022, 6:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details