পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jawaharlal Nehru Anniversary: সংসদে নেহরুকে শ্রদ্ধা জানাতে গরহাজির কেন্দ্রীয় মন্ত্রীরা, নিন্দায় সরব কংগ্রেস-তৃণমূল - Parliament

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন যদিও সাফ জানিয়েছেন, কেন্দ্রের এই আচরণে একটুও বিস্মিত নন তিনি ৷ টুইটারে ডেরেক লেখেন, ‘‘আজ কাল আর কিছুই বিস্মিত করে না ৷ সংসদ-সহ দেশের মহান প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়াই আসল উদ্দেশ্য ৷’’

congress-tmc-slams-centre-for-skipping-jawaharlal-nehrus-anniversary-in-parliament
রবিবার সংসদে নেহরুকে শ্রদ্ধা জানাতে হাজির কংগ্রেস সাংসদরা ।

By

Published : Nov 14, 2021, 5:41 PM IST

নয়াদিল্লি, 14 নভেম্বর: এক লাইনে দায়সারা শ্রদ্ধা জানানোর অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে । এবার জন্মবার্ষিকীতে দেশের প্রথম প্রধানমন্ত্রী তথা দেশের স্বাধীনতার অন্যতম কারিগর জওহরলাল নেহরুকে অপমান করার অভিযোগ উঠল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে । প্রতি বছর 14 নভেম্বর সংসদে বিশেষ শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন হয় ৷ ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানানো হয় নেহরুকে ৷ এবার সেখানে কেন্দ্রের কোনও প্রথম সারির মন্ত্রীকে তো দেখা যায়নি-ই, দেখা মেলেনি রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লারও ৷

রবিবার নেহরুর জন্মবার্ষিকী উপলক্ষে সংসদে হাজির হন কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা । কিন্তু শাসকদল বিজেপির তরফে কাউকে দেখা যায়নি । তাতেই ক্ষোভ উগরে দেন সকলে । কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ টুইটারে লেখেন, ‘সংসদের সেন্ট্রাল হলে যাঁদের ছবি ঝুলছে, প্রথা মেনে তাঁদের জন্মবার্ষিকী পালিত হয় ৷ আজ সংসদে এক আসাধারণ দৃশ্য দেখলাম ৷ লোকসভার স্পিকার অনুপস্থিত ৷ গরহাজির রাজ্যসভার চেয়ারম্যানও ৷ একজন মন্ত্রীও নেই ৷ এর থেকে নিষ্ঠুর কি কিছু হতে পারে ?’’

আরও পড়ুন:ED-CBI : পাঁচ বছর পর্যন্ত ইডি, সিবিআই প্রধানদের মেয়াদ বাড়ল

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন যদিও সাফ জানিয়েছেন, কেন্দ্রে এই আচরণে একটুও বিস্মিত নন তিনি ৷ টুইটারে ডেরেক লেখেন, ‘‘আজ কাল আর কিছুই বিস্মিত করে না ৷ সংসদ-সহ দেশের মহান প্রতিষ্ঠানগুলিতে ধ্বংস করে দেওয়াই আসল উদ্দেশ্য ৷’’

এদিন সকালে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রের তরফে একমাত্র ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী ভানুপ্রতাপ সিং বর্মা হাজির ছিলেন ৷ যদিও সনিয়া গান্ধি-সহ কংগ্রেস, তৃণমূল এবং বিরোধী শিবিরের অনেক সাংসদই হাজির ছিলেন ৷ 1966 সালের 5 মে সংসদভবনের সেন্ট্রাল হলে নেহরুর ওই ছবিটির উদ্বোধন করেন দেশের তৎকালীন রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণ ৷ তারপর থেকে প্রতি বছরই জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের প্রথা চলে আসছে ৷ সব দলের মন্ত্রী-সাংসদরাই তাতে অংশ নেন ৷ এই প্রথম তাতে ছেদ পড়ল ৷

আরও পড়ুন:Delhi Pollution : দিল্লির দূষণ বাগে আনতে বন্ধ স্কুল, বাড়ি থেকে সরকারি কাজের ফরমান

তবে এই প্রথম নয়, সাম্প্রতিক কালে একাধিক বার নেহরুর অবমাননার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে ৷ দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ তার জন্য বিশেষ পোস্টার তৈরি করে সংসদে টাঙানো হয় । কিন্তু তাতে মহাত্মা গান্ধি, সর্দার প্যাটেল, সুভাষচন্দ্র, ভগৎ সিং, আম্বেডকরের পাশাপাশি বিনায়ক সাভারকরের ছবি থাকলেও, নেহরুর ছবি রাখা হয়নি । তা নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়ে কেন্দ্র ।

এদিনে টুইটারে নেহরুর উদ্ধেশে এক লাইন লিখে শ্রদ্ধা জানাতে দেখা যায় শুধুমাত্র মোদি, রাজনাথ সিং এবং নিতিন গডকড়ীকে ।

ABOUT THE AUTHOR

...view details