নয়াদিল্লি, 14 নভেম্বর: এক লাইনে দায়সারা শ্রদ্ধা জানানোর অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে । এবার জন্মবার্ষিকীতে দেশের প্রথম প্রধানমন্ত্রী তথা দেশের স্বাধীনতার অন্যতম কারিগর জওহরলাল নেহরুকে অপমান করার অভিযোগ উঠল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে । প্রতি বছর 14 নভেম্বর সংসদে বিশেষ শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন হয় ৷ ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানানো হয় নেহরুকে ৷ এবার সেখানে কেন্দ্রের কোনও প্রথম সারির মন্ত্রীকে তো দেখা যায়নি-ই, দেখা মেলেনি রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লারও ৷
রবিবার নেহরুর জন্মবার্ষিকী উপলক্ষে সংসদে হাজির হন কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা । কিন্তু শাসকদল বিজেপির তরফে কাউকে দেখা যায়নি । তাতেই ক্ষোভ উগরে দেন সকলে । কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ টুইটারে লেখেন, ‘সংসদের সেন্ট্রাল হলে যাঁদের ছবি ঝুলছে, প্রথা মেনে তাঁদের জন্মবার্ষিকী পালিত হয় ৷ আজ সংসদে এক আসাধারণ দৃশ্য দেখলাম ৷ লোকসভার স্পিকার অনুপস্থিত ৷ গরহাজির রাজ্যসভার চেয়ারম্যানও ৷ একজন মন্ত্রীও নেই ৷ এর থেকে নিষ্ঠুর কি কিছু হতে পারে ?’’
আরও পড়ুন:ED-CBI : পাঁচ বছর পর্যন্ত ইডি, সিবিআই প্রধানদের মেয়াদ বাড়ল
তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন যদিও সাফ জানিয়েছেন, কেন্দ্রে এই আচরণে একটুও বিস্মিত নন তিনি ৷ টুইটারে ডেরেক লেখেন, ‘‘আজ কাল আর কিছুই বিস্মিত করে না ৷ সংসদ-সহ দেশের মহান প্রতিষ্ঠানগুলিতে ধ্বংস করে দেওয়াই আসল উদ্দেশ্য ৷’’