নয়াদিল্লি ও হাওড়া, 31 জুলাই: হাওড়ায় গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় (Cash Recovery from JharKhand MLA Car) অভিযুক্ত ঝাড়খণ্ডের তিন বিধায়ককে সাসপেন্ড (Suspend) করল কংগ্রেস (Congress) ৷ দলের তরফে রবিবার এই ঘোষণা করা হয় ৷ ঝাড়খণ্ড কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দায়িত্বপ্রাপ্ত নেতা অবিনাশ পাণ্ডে জানিয়েছেন, দলের এই সিদ্ধান্ত ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়েছে ৷
এদিন একটি সাংবাদিক সম্মেলন করেন অবিনাশ ৷ সেখানে তিনি বলেন,"গতকাল (30 জুলাই, 2022) বিপুল পরিমাণ নগদ অর্থ-সহ তিনজন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের তিনজনকেই সাসপেন্ড করা হল ৷" প্রসঙ্গত, অভিযুক্ত ওই তিন বিধায়ক হলেন ইরফান আনসারি, রাজেশ কচ্চপ এবং নমন বিক্সাল কোঙ্গারি ৷
আরও পড়ুন:TMC over Jharkhand MLA Cash: ঝাড়খণ্ড বিধায়কদের কাছে বিপুল টাকা ! ঘোড়া কেনা-বেচা নিয়ে প্রশ্ন তৃণমূলের
শনিবার 16 নম্বর জাতীয় সড়কে একটি চারচাকা গাড়ি আটক করা হয় ৷ সেই গাড়িতেই ছিলেন ঝাড়খণ্ডের তিন বিধায়ক ৷ গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে আসে রাশি রাশি টাকা (Howrah Cash Recovery) ! ঘটনাটি ঘটে হাওড়ার রানিহাটি মোড়ে ৷ উদ্ধার হওয়া টাকার মধ্যে অধিকাংশই 500 টাকার নোট ৷ মোট পরিমাণ অন্তত 49 লক্ষ ৷ যদিও অন্য একটি সূত্রের দাবি, শনিবার রাতের এই ঘটনায় কম করে 70 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে ! তবে, এখনও পর্যন্ত পুলিশের তরফে এই তথ্য়ে কোনও সিলমোহর দেওয়া হয়নি ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার উৎস জানতে শনিবার রাতভর সংশ্লিষ্ট তিন বিধায়ককে জেরা করা হয় ৷ রাতেই তাঁদের গ্রেফতার করে পুলিশ ৷ সেইসঙ্গে, গাড়ির চালক এবং আরও এক সওয়ারিকেও গ্রেফতার করা হয় ৷ সকলেরই রাত কাটে স্থানীয় পাঁচলা থানায় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, রবিবার দুপুরে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয় ধৃত পাঁচজনকে ৷ এদিকে, ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে রাজনীতি শুরু হয়েছে ৷ অভিযোগ, বিধায়ক কেনা-বেচার জন্যই নাকি এই টাকা সরবরাহ করেছিল বিজেপি ! যদিও এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন ইরফান আনসারির এক আত্মীয় ৷