বারমের (রাজস্থান), 7 জানুয়ারি: গণধর্ষণ মামলায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন বিধায়ক মেওয়ারাম জৈনকে সাসপেন্ড করল কংগ্রেস ৷ তিনি রাজস্থানের বারমের বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন ৷ কংগ্রেসের রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসারা দল থেকে মেওয়ারাম জৈনকে সাসপেন্ড করেছেন ৷ রাজস্থান পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) প্রধান তাঁর এক্স হ্যান্ডেলে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সাসপেন্ডের কথা জানান ৷ সেই বিজ্ঞপ্তিতে গোবিন্দ সিং দোতাসারা লেখেন, "অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার কারণে বারমেরের প্রাক্তন বিধায়ক মেওয়ারাম জৈনকে অবিলম্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ কংগ্রেস দলের সংবিধানে শৃঙ্খলা ভঙ্গের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ।"
জানা গিয়েছে, 22 ডিসেম্বর যোধপুরের রাজীবনগর থানায় প্রাক্তন বিধায়ক-সহ নয়জনের বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের করেছেন এক মহিলা । তিনি এফআইআরে ভিডিয়োর উল্লেখ করেছেন ৷ সম্প্রতি গণধর্ষণের ওই ঘটনার দুটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । যদিও ইটিভি ভারত ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি । তবে ভিডিয়োগুলিতে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মেওয়ারাম জৈনকে দেখা গিয়েছে ৷ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আপত্তিকর এই ভিডিয়ো ক্লিপগুলি চর্চার বিষয় হয়ে দাঁড়ায় ৷ ভিডিয়োটির কিছু স্ক্রিনশটও ইতিমধ্যে ভাইরাল হয়েছে ।