নয়াদিল্লি, 27 জুলাই:সোনিয়া গান্ধি (Sonia Gandhi) 'সত্য', 'বিশ্বাস', 'সাহস' ও 'ভালোবাসা'-র প্রতীক ! 'ন্যাশনাল হেরাল্ড' মামলার (National Herald Case) তদন্তে ইডি (Enforcement Directorate)-এর মোকাবিলায় নতুন কৌশলে 'মাঠে নামল' জাতীয় কংগ্রেস ৷ ইতিমধ্য়েই তিন দফায় দিল্লিতে ইডি (ED)-এর দফতরে হাজিরা দিয়েছেন সোনিয়া ৷ বুধবার তৃতীয় দফার এই সম্মুখ সাক্ষাতে টানা প্রায় তিনঘণ্টা সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ আর তারপরই সোশ্য়াল মিডিয়ায় সোনিয়ার সমর্থনে নতুন কায়দায় প্রচার শুরু করে কংগ্রেস ৷ সোনিয়ার ছবি-সহ একাধিক ডিজিট্যাল পোস্টার তৈরি করে তা তাদের অফিসিয়াল টুইটার হ্য়ান্ডেলে পোস্ট করে তারা ৷ কংগ্রেসের এই উদ্যোগ নজর কেড়েছে নেটিজেনদের ৷ তাতে সোনিয়ার প্রতি সমর্থন যেমন রয়েছে, তেমনই রয়েছে সমালোচনা আর বিদ্রুপ !
এদিন এই সংক্রান্ত প্রথম পোস্টটিতে লেখা হয়েছে, সোনিয়া গান্ধি সত্যের পক্ষে রয়েছেন ৷ ওই একই পোস্টারে ইডি-কে রাজনৈতিক স্বার্থ পূরণের কাজে ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে ৷ পরের পোস্টারে দাবি করা হয়েছে, সোনিয়ার উপর লক্ষ লক্ষ ভারতীয়র বিশ্বাস রয়েছে ৷ তৃতীয় পোস্টারে কংগ্রেসের বক্তব্য, অত্য়াচারী বিজেপি-র শাসনের বিরুদ্ধে সোনিয়া গান্ধি সাহসের সঙ্গে লড়াই করছেন ৷ চতুর্থ পোস্টরে সোনিয়ার একক ছবির সঙ্গে অন্য একটি ছবিতে তাঁর দুই সন্তানকেও দেখা যাচ্ছে ৷ সেখানে বার্তা দেওয়া হয়েছে, যাঁরা প্রতি পদে তাঁর পাশে রয়েছেন, তাঁদের ভালোবাসাকে সম্মান জানাতে সদা প্রস্তুত রয়েছেন সোনিয়া ৷ আর পঞ্চম পোস্টারে দাবি করা হয়েছে, সোনিয়ার সঙ্গে সমগ্র কংগ্রেস পরিবারের সমর্থন রয়েছে ৷
আরও পড়ুন:Supreme Court on ED: আর্থিক তছরুপে গ্রেফতার করতে পারে ইডি, অধিকার বহাল সুপ্রিম কোর্টে