নয়াদিল্লি, 16 মে: কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে আগামিকাল বুধবার ৷ কংগ্রেসের সূত্র থেকে তেমনই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্র জানাচ্ছে যে নাম প্রায় চূড়ান্ত ৷ ঘোষণা করবেন স্বয়ং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তবে নয়াদিল্লি নয়, কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম বেঙ্গালুরুতেই ঘোষণা করা হবে ৷
গত শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয় ৷ বিজেপিকে হারিয়ে ওই রাজ্যের ক্ষমতায় এসেছে কংগ্রেস৷ তার পর থেকেই মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে টানাপোড়েন চলছে ৷ দৌড়ে রয়েছেন দু’জন ৷ একজন এস সিদ্দারামাইয়া৷ আর দ্বিতীয়জন ডি কে শিবকুমার ৷ দু’জনেই হেভিওয়েট নেতা ৷ সিদ্দারামাইয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা ৷ আর শিবকুমার কর্ণাটকে কংগ্রেসের সভাপতি ৷
গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা চলছে কংগ্রেসের অন্দরে ৷ মঙ্গলবার মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বিধায়কদের বৈঠক হয় ৷ সেখানে রাহুল গান্ধিও উপস্থিত ছিলেন ৷ সিদ্দারামাইয়া ও শিবকুমার আলাদা ভাবে দেখা করেন খাড়গের সঙ্গে ৷ বিধায়কদের মতামত নেওয়া হয়ে গিয়েছে ৷ এবার সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির সঙ্গে আলোচনা করে খাড়গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ৷