পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress on Modi Govt 9 years: 9 বছরে মোদি সরকার একটিও কথা রাখেনি, আক্রমণ কংগ্রেসের - Modi Government on completion of 9 years

আজ কেন্দ্রের মোদি সরকারের ন'বছর পূর্তি ৷ 2014 সালে এদিন কংগ্রেসকে হঠিয়ে ভারতের মসনদে এসেছিল বিজেপি সরকার ৷ এরপর 2019 সালে দ্বিতীয়বারও তারাই সরকার গড়েছে ৷ আরও একবার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
মোদি সরকারের 9 বছর

By

Published : May 26, 2023, 12:15 PM IST

Updated : May 26, 2023, 1:34 PM IST

নয়াদিল্লি, 26 মে:আজ মোদি সরকারের ন'বছর পূর্তি ৷ এ নিয়ে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে বিঁধল বিরোধী কংগ্রেস ৷ কংগ্রেস সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে নিয়ে একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করে ৷ তাতে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে । দেশের সামগ্রিক উন্নয়ন থেকে শুরু কতরে নানা বিষয়ে তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস ।

মোদি সরকারের এই ন'বছরের শাসনকালকে 'ব্যর্থ' বলে উল্লেখ করেছে দেশের প্রাচীনতম দলটি ৷ তাদের মতে, এই সময়টি দেশের জন্য দুর্দশার 9টি বছর ৷ এই 9 বছরে মানুষ মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বেকারত্বের সঙ্গে লড়েছে ৷ আর একনায়কতন্ত্রের সিদ্ধান্তের সঙ্গেও যুঝতে হয়েছে ৷ মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে মোদি সরকার ক্ষমতায় এসেছে ৷ তারা এই ন'বছরে একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি ৷ শুধু তারিখের পর তারিখ দিয়ে গিয়েছে ৷ এর উদাহরণ হিসেবে কংগ্রেস উল্লেখ করেছে- সরকার গড়ার আগে বিজেপি কথা দিয়েছিল, 2022 সালে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে ৷ 2022 সালে দেশের সব নাগরিক নিজের বাড়ি পাবে ৷ প্রতি বছর 2 কোটি কর্মসংস্থান ৷ কালোটাকা উদ্ধার করে 15 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ৷ তবে 9 বছর শেষে কাজের কাজ হয়নি ৷

কংগ্রেস আরও লিখেছে, মোদি সরকারের মিথ্যে গুনতে বসলে তা গুনতে গুনতে অনেক অনেক দিন কেটে যাবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করেননি ৷ উলটে দেশকে সমস্যার মধ্যে ফেলেছে । মোদির নোটবন্দির সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বিরোধী কংগ্রেস অর্থব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ৷ নোট জমা দিতে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে ৷ এরপর জিএসটি ৷ একে কংগ্রেস 'গব্বর সিং ট্যাক্স' বলে অভিহিত করেছে ৷ সামাজিক মাধ্যমে মোদির এই সিদ্ধান্তকে নিয়ে লিখেছে, গব্বর সিংয়ের ট্যাক্সে ব্যবসায়ীদের ক্ষতির মুখোমুখি হতে হয়েছে ৷

এরপর অগ্নবীর প্রকল্প নিয়েও আক্রমণ শানিয়েছে কংগ্রেস ৷ এই প্রসঙ্গে তাদের অভিযোগ, অগ্নিবীরের জন্য অনেক তরুণের স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছে ৷ তারা যখন প্রতিবাদ করছিল, তখন তাদের ভয় দেখানো হয় যে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হবে ৷ উল্লেখ্য, এই প্রথম নয় প্রথম থেকেই অগ্নীবীর প্রকল্প নিয়ে আক্রমণ করেছে কংগ্রেস । এবার মোদি সরকারের নবম বর্ষপূর্তিতেও এই প্রসঙ্গে আক্রমণ করল কংগ্রেস।

আরও পড়ুন: নতুন সংসদ ভবনের অনুষ্ঠান বয়কট! ঐক্যবদ্ধ কংগ্রেস-তৃণমূল সহ 19টি দল

বাদ যায়নি বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানের প্রসঙ্গ ৷ এ নিয়ে কংগ্রেস কটাক্ষ করে, কেউ প্রতিবাদ করলেই তাকে দাবিয়ে দিতে হবে ৷ জেলে ভরে দেওয়া হবে, বুলডোজার চালিয়ে দেবে ৷ ইডি, সিবিআইয়ের ভয় দেখাও ৷ অর্থ দিয়ে সরকার কিনে নিয়ে লোকতন্ত্রের হত্যা করে দাও ৷ পাশাপাশি ন'বছরের সময়কালে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে ইতিমধ্যে উত্তাল হয়েছে সংসদ থেকে শুরু করে দেশ ৷ কংগ্রেসের অভিযোগ, দেশের বন্দর থেকে শুরু করে বিমানবন্দর, বড় বড় প্রজেক্ট মোদির 'মিত্র'কে বিক্রি করে দেওয়া হয় ৷

চিন-ভারত আন্তর্জাতিক সীমান্ত সমস্যার সমাধান মেলেনি ৷ প্রায়শই অরুণাচল প্রদেশ, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় চিনের পিএলএ বাহিনীর জবরদখলের খবর সামনে আসে ৷ এ প্রসঙ্গে কংগ্রেস মনে করিয়ে দেয়, আগে চিনকে লাল চোখ দেখানোর কথা শোনা গিয়েছিল ৷ শেষে তা লাল শার্টে গিয়ে পৌঁছে গিয়েছে বলে কটাক্ষ কংগ্রেসের ।

Last Updated : May 26, 2023, 1:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details