নয়াদিল্লি, 11 নভেম্বর: রাজীব গান্ধির হত্যাকারীদের (Rajiv Gandhi Assassination Case) মুক্তি দেওয়ার রায় নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল কংগ্রেস (Congress) ৷ সুপ্রিম কোর্টের (Supreme Court) এই রায় গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়েছে কংগ্রেসের তরফে ৷ তাদের বক্তব্য, এই রায় বিভ্রান্তিমূলক ৷ ভারতীয় ভাবনার পরিপন্থী ৷
নলিনী শ্রীহরণ (Nalini Sriharan) ও আরপি রবিচন্দ্রন-সহ ছয় যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে শুক্রবার মুক্তি দেওয়ার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এদিন শীর্ষ আদালতের বিচারপতি বিআর গাভাই ও বিভি নাগারত্নের বেঞ্চ মেয়াদ ফুরনোর আগেই ওই ছ’জনের মুক্তি নির্দেশ দিয়েছে ৷ যার প্রতিক্রিয়া দিতে গিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) এই রায়ের সমালোচনা করেছেন ৷ কংগ্রেস যে এই রায়কে সমর্থন করছে না, সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন ৷
1991 সালের 21 মে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে হত্যা করা হয় তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে ৷ সেখানে একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন ৷ সেখানে ধনু নামে এক আত্মঘাতী জঙ্গির কাছে থাকা বোমা ফাটে ৷ আর সেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় রাজীবের দেহ ৷
এই ঘটনায় নলিনী, রবিচন্দ্রন, সন্তান, মুরুগান, পেরাইভালান, রবার্ট পায়াস ও জয়কুমারের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ৷ সেই কারাবাসের মেয়াদ শেষের আগেই মুক্তির আর্জি নিয়ে তাঁরা প্রথমে মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) দ্বারস্থ হয়েছিলেন ৷ কিন্তু ওই আদালত সেই আর্জি খারিজ করে দেয় ৷ গত 17 জুন ওই রায় দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট ৷ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নলিনীরা ৷ শুক্রবারের রায়ে সেই আর্জির পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট ৷
আরও পড়ুন:রাজীব গান্ধি খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তি সুপ্রিম কোর্টের