পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress on Chandrayaan-3: প্রতিটি ভারতীয়ের প্রচেষ্টাতেই সাফল্য এল চন্দ্রাভিযানের, মত কংগ্রেসের - মল্লিকার্জুন খাড়গে

Congress on Success of Chandrayaan-3: বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান-3 ৷ এই সাফল্যে সমস্ত ভারতীয়ের অবদান আছে বলে দাবি কংগ্রেসের ৷

Chandrayaan-3
Chandrayaan-3

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 7:51 PM IST

নয়াদিল্লি, 23 অগস্ট: চন্দ্রযান-3 চাঁদে সফলভাবে অবতরণ করার পর কংগ্রেসের প্রতিক্রিয়া, এটা প্রতিটি ভারতীয়ের একটি যৌথ সাফল্য এবং ইসরোর কৃতিত্ব ৷ বুধবার সন্ধ্যায় নির্ধারিত সময়ের কিছু আগে চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পরই এই প্রতিক্রিয়া দিয়েছে রাহুল গান্ধির দল ৷

একই সঙ্গে তাদের বক্তব্য, ইসরোর দুর্দান্ত ধারাবাহিকতার কাহিনিই এই সাফল্য়ের মাধ্যমে প্রতিফলিত হল ৷ গত ছ’দশক ধরে দেশে যে মহাকাশ গবেষণা চলছে, তার সাফল্যের সাক্ষী হল 140 কোটির দেশ ৷ সারা বিশ্বের নজর আজ ছিল ভারতের উপর, তাই সাফল্যের ভারতীয়দের জন্য খুবই গর্বের ৷

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমরা আমাদের বিজ্ঞানী, মহাকাশ ইঞ্জিনিয়র, গবেষক ও এই মিশনকে ভারতের জন্য বিজয়ী করে তোলার সঙ্গে জড়িত সকলের অসাধারণ কঠোর পরিশ্রম, অতুলনীয় পরিশ্রম এবং অবিচ্ছিন্ন উৎসর্গের কাছে গভীরভাবে ঋণী ।"

এই নিয়ে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ তিনি বলেন, "ইসরোর কৃতিত্বগুলি সর্বদা স্বনির্ভরতার ভিত্তিতে করা হয়েছে । তারা অসাধারণ টিম ওয়ার্ক, অংশীদারিত্ব এবং উদ্যোগকে প্রতিফলিত করে । সমগ্র বিশ্ব আজ ইসরোর দিকে তাকিয়ে আছে, তার কৃতিত্বগুলি স্বীকার করছে এবং আমাদের ভারতীয়দের জন্য এটা একটি বিশেষ গর্বের বিষয় ৷"

উল্লেখ্য, বুধবার মহাকাশ গবেষণায় বড় সাফল্য পেয়েছে ভারত ৷ ইসরোর পাঠানো চন্দ্রযান-3 বুধবার সন্ধ্যা 6.04 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সক্ষম হয়েছে ৷ বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে সফট ল্যান্ডিং করাতে সক্ষম হল ভারত ৷ এই কৃতিত্ব এর আগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়ার ৷ আর দক্ষিণ মেরুতে এই প্রথম কোনও দেশ পৌঁছতে সক্ষম হল ৷ দিন কয়েক আগে রাশিয়া দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করেছিল ৷ কিন্তু তারা সফল হতে পারেনি ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:চাঁদ ছুঁল চন্দ্রযান, ইতিহাসে ভারত 'বিক্রম'

ABOUT THE AUTHOR

...view details