পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: বাজপেয়ীর স্মৃতিসৌধে রাহুলের শ্রদ্ধাজ্ঞাপন মোদিকে রাজধর্ম মনে করাবে, দাবি কংগ্রেসের - ভারত জোড়ো যাত্রা

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ কংগ্রেসের দাবি, এর জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) রাজধর্ম মনে করাবে ৷ লিখেছেন ইটিভি ভারত-এর অমিত অগ্নিহোত্রী ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি

By

Published : Dec 26, 2022, 4:21 PM IST

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) স্মৃতিসৌধে রাহুল গান্ধির শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) তাঁর 'রাজধর্ম' মনে করিয়ে দেবে ৷ সোমবার কংগ্রেসের (Congress) তরফে এই দাবি করা হয়েছে ৷

এই নিয়ে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, “আমি মনে করি অটলজির স্মৃতিসৌধে রাহুল গান্ধিকে (Rahul Gandhi) দেখে প্রধানমন্ত্রীকে তাঁর রাজধর্মের কথা মনে করিয়ে দেবে, যা অটলজি তাঁকে শেখাতে চেয়েছিলেন । 2002 সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন অটলজি আজকের প্রধানমন্ত্রীকে রাজধর্মের পাঠ দিয়েছিলেন । রাজনীতি বড় হৃদয় দিয়ে করা হয় এবং রাহুলজি আজ সেটাই করার চেষ্টা করেছেন ।’’

রাহুল গান্ধি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধি, চরণ সিং, রাজীব গান্ধি এবং মহাত্মা গান্ধির স্মৃতিসৌধ পরিদর্শন করেন ৷ একই সঙ্গে অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধেও (Vajpayee Memorial) তিনি যান ৷ তার পরই কংগ্রেসের তরফে এই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে ৷ ওই প্রতিক্রিয়া দিয়েছেন দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে ৷

তাঁর দাবি, দেশ গঠনে সকলেরই অবদান রয়েছেন ৷ তবে রাহুল গান্ধি সব প্রাক্তন প্রধানমন্ত্রী ও মহাত্মা গান্ধির স্মৃতিসৌধে গিয়ে আসলে তপস্যা করেছেন ৷ যেখানে কোনও ভেদাভেদ করা উচিত নয় ৷ একই সঙ্গে তিনি ভারত জোড়ো যাত্রায় বিজেপি নেতাদেরও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ৷ সুপ্রিয়া বলেছেন, ‘‘যদি বিজেপি নেতারা যাত্রায় যোগ দিতে চান, তবে তাঁদের স্বাগত জানাই ৷”

একদিকে যখন কংগ্রেসের এই মুখপাত্র বাজপেয়ীর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করেছেন, সেই সময় গৌরব পান্ধির বিতর্কিত টুইটের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন ৷ গৌরব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের অফিসের সঙ্গে যুক্ত ৷ তাই তাঁর করা প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর সমালোচনামূলক টুইট নিয়ে বিতর্ক হয় ৷ পরে অবশ্য সেই টুইট মুছে ফেলা হয় ৷

সুপ্রিয়ার বক্তব্য, রাহুল গান্ধির অবস্থানই কংগ্রেসের অবস্থান ৷ 2002 সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদিকে রাজধর্মের কথা মনে করিয়ে দিয়েছিলেন অটলজি ৷ তখন অটলজি সংবিধানের পাশে দাঁড়িয়েছিলেন ৷ বাজপেয়ী স্মৃতিসৌধে রাহুলের উপস্থিতি সংবিধান রক্ষার জন্য অটলজির প্রচেষ্টার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ছিল বলে কংগ্রেসের মুখপাত্রের দাবি ৷

একই সঙ্গে সুপ্রিয়া বলেন, ‘‘কিন্তু প্রধানমন্ত্রী মোদি সেই পাঠটি শেখেননি এবং সংবিধানকে উপেক্ষা করে রেখেছেন ৷ আমি আশা করি তিনি সংবিধান অনুসরণ করবেন এবং সমাজের কিছু অংশকে আক্রমণ করা বন্ধ করবেন ৷’’

গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেন রাহুল গান্ধি ৷ গত শনিবার ওই যাত্রার প্রথম পর্যায় শেষ হয় ৷ আপাতত ন’দিনের বিরতি চলছে ৷ আগামী 3 জানুয়ারি আবার শুরু হবে ওই যাত্রা ৷ শেষ হবে শ্রীনগরে ৷ এই নিয়ে প্রায় রোজই বিজেপি (BJP) আক্রমণ করছে কংগ্রেস ও রাহুল গান্ধি ৷ কংগ্রেসের দাবি, রাহুলের মিছিলে জনজোয়ার দেখেই চিন্তায় পড়ে গিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা ৷

আরও পড়ুন:ভারত জোড়ো যাত্রায় দিল্লিতে মহাত্মা-নেহরু-ইন্দিরা ও রাজীবের সমাধিতে শ্রদ্ধা জানালেন রাহুল

ABOUT THE AUTHOR

...view details