নয়াদিল্লি, 19 নভেম্বর: বিশ্বকাপের আবহেও বাদ গেল না রাজনীতি ৷ রোহিত শর্মা, বিরাট কোহলিদের লড়াইয়ের প্রেক্ষাপটে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে শান দিল কংগ্রেস ৷ আর এ ক্ষেত্রে বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে বিজেপির করা একটি সোশাল মিডিয়া পোস্টকে হাতিয়ার করেছে কংগ্রেস ৷ তবে তারা টিম ইন্ডিয়া বলতে বোঝাতে চেয়েছে বিরোধীদের জোট ইন্ডিয়াকে ৷ কংগ্রেসের দাবি, ঠিকই বলেছে গেরুয়া শিবির ৷ জিতবে ইন্ডিয়াই ৷ অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনে জিতবে বিরোধীদের জোট ৷
বিশ্বকাপ ফাইনালের আগে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিল বিজেপি ৷ তারা সেখানে লেখে, "কাম অন টিম ইন্ডিয়া ৷ তোমাদের উপর আমাদের বিশ্বাস আছে ৷" এই পোস্টে ক্রিকেটের ব্যাট-বল, বিশ্বকাপ ও ভারতের পতাকার ছবি দিয়ে তারা বুঝিয়ে দেয় যে, বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে এই পোস্টটি করা হয়েছে ৷
তবে এই পোস্টকেই রাজনীতির আঙিনায় তাৎপর্যপূর্ণ করে তোলে কংগ্রেস ৷ তারা এ ক্ষেত্রে টেনে এনেছে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের কথা ৷ নিজের এক্স হ্যান্ডেল থেকে বিজেপির পোস্টকে রিটুইট করেছে কংগ্রেস ৷ সেখানে তারা লিখেছে, "সেটাই ঠিকই ! জিতেগা ইন্ডিয়া ৷" এ ক্ষেত্রে ইমোজি হিসেবে শুধু তেরঙা ব্যবহার করেছে কংগ্রেস ৷ তারা বোঝাতে চেয়েছে যে, ঠিকই বলেছে বিজেপি ৷ জয় আসবে ইন্ডিয়া জোটেরই ৷
উল্লেখ্য, অবিজেপি দলগুলিকে নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে গঠিত হয়েছে বিরোধীদের জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, অর্থাৎ প্রতিটি শব্দের আদ্যক্ষরগুলি পাশাপাশি রেখে যা হয় ইন্ডিয়া ৷ বিরোধীদের এই নামকরণ নিয়ে কম জলঘোলা হয়নি ৷ দেশাত্মবোধের আবেগকে ভোটবাক্সে টানতেই বিরোধীদের এই নামকরণ বলে কটাক্ষ করেছে বিজেপি ৷ শুধু তাই নয়, বিরোধীদের জোটের নাম ইন্ডিয়ার হওয়ার পর থেকেই দেখা গিয়েছে, দেশের নাম ইন্ডিয়ার বদলে ভারত হিসেবে তুলে ধরার প্রচেষ্টা শুরু হয়েছে কেন্দ্রের ৷ রাষ্ট্রপতি ভবনে জি20 নেতাদের নৈশভোজের আমন্ত্রণপত্রে ইন্ডিয়ার বদলে ভারত লেখা হয় ৷ সেই শুরু ৷ এরপর নানা ক্ষেত্রে উঠে এসেছে 'ইন্ডিয়া'র বদলে 'ভারত' নামের ব্যবহার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভ্যর্থনা পত্রেও 'প্রাইম মিনিস্টার অফ ভারত' লেখা ছিল ৷ দেশের নাম ভারত নাকি ইন্ডিয়া - এই নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে যায় শাসক ও বিরোধীদের মধ্যে ৷
যদিও বিরোধী জোট ইন্ডিয়া নামেই অনড় থেকেছে ৷ তাদের স্লোগান 'জুড়েগা ইন্ডিয়া, জিতেগা ইন্ডিয়া ৷' সেই স্লোগানই আজ ফের তুলে ধরেছে কংগ্রেস ৷ বিজেপি যখন ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে টিম ইন্ডিয়ার জয়ের প্রত্যাশা প্রকাশ করেছে, তখন তাকেই নিজেদের দিকে ঘুরিয়ে কংগ্রেস তুলে ধরেছে তাদের জোটের স্লোগান, 'জিতেগা ইন্ডিয়া ৷'
আরও পড়ুন:
- শুভমনের পর সাজঘরে রোহিত-শ্রেয়স, বড় ইনিংস মাঠে ফেলে এলেন হিটম্যান
- আইডলের স্বাক্ষর করা জার্সি উপহার নিয়ে মাঠে নামলেন কোহলি