পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sankalp Satyagraha of Congress: সংকল্প সত্যাগ্রহের দ্বিতীয়দিনে প্রতিবাদ কংগ্রেস সাংসদদের, বৈঠক খাড়গের দফতরে - কংগ্রেসের সংকল্প সত্যাগ্রহ

কংগ্রেসের সংকল্প সত্যাগ্রহ (Sankalp Satyagraha of Congress) কর্মসূচির আজ দ্বিতীয়দিন ৷ সংসদের বাইরে গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কংগ্রেস এবং বিজেপি বিরোধী দলের সাংসদরা ৷ যে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে রয়েছেন সোনিয়া গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গে ৷

Sankalp Satyagraha of Congress ETV BHARAT
Sankalp Satyagraha of Congress

By

Published : Mar 27, 2023, 2:09 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের বিরুদ্ধে সোমবার দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব ৷ প্রতিটি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নিজেদের রাজ্যে সংকল্প সত্যাগ্রহ কর্মসূচি পালন করছে ৷ রবিবার থেকে শুরু হওয়া সংকল্প সত্যাগ্রহ’আন্দোলনের আজ দ্বিতীয়দিন (Congress Sankalp Satyagraha to Continue) ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গতকাল রাজঘাটে এই প্রতিবাদ সভার সূচনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ এ দিন সংসদে কংগ্রেসের রাজ্যসভার নেতা খাড়গের দফতরে বিরোধী দলের নেতারা একটি বৈঠকও করেন ৷

মল্লিকার্জুন খাড়গের অফিসে বিরোধীপক্ষের সেই বৈঠক মূলত ছিল, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ ইস্যুতে রাজ্যসভার অধিবেশনে আজ বিরোধীপক্ষের স্ট্র্যাটেজি কী হবে ? সেই নিয়ে এ দিন রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গের অফিসে বিরোধীপক্ষের বৈঠক হয় ৷ সেই বৈঠকের পর কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী নেতৃত্ব গান্ধিমূর্তির পাদদেশে পোস্টার হাতে অবস্থান বিক্ষোভে সামিল হন ৷ কংগ্রেসের তরফে এ দিন কালাদিবস পালন করা হয় ৷ কংগ্রেস নেতারা সকলে কালো পোশাকে প্রতিবাদে সামিল হয়েছিলেন ৷

রবিবার, পি চিদম্বরম, জয়রাম রমেশ, সলমন খুরশিদ, প্রমোদ তিওয়ারি, অজয় ​​মাকেন, মুকুল ওয়াসনিক এবং অধীর রঞ্জন চৌধুরীর মতো সিনিয়র কংগ্রেস নেতারা রাজ ঘাটে ‘সংকল্প সত্যাগ্রহে’ অংশ নিয়েছিলেন ৷ দিল্লির পাশাপাশি, প্রতিটি রাজ্যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে ৷ এ দিন মহারাষ্ট্র ও গোয়া কংগ্রেস নেতৃত্ব ‘সংকল্প সত্যাগ্রহ’ উপলক্ষ্যে মিছিল করে ৷ সেখানেও ‘সংকল্প সত্যাগ্রহ’ মঞ্চ তৈরি করা হয়েছে ৷ সেখানে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন প্রদেশ নেতৃত্ব ৷

আরও পড়ুন:'প্রভু রাম ও পাণ্ডবরাও কি পরিবারতন্ত্রী ছিলেন ?' গেরুয়া অস্ত্রেই বিজেপিকে ঘা প্রিয়াঙ্কার

উল্লেখ্য, রবিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এই ইস্যুতে বিজেপি বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন ৷ তাঁর বাবা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধিকে বিজেপি অপমান করেছেন বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা ৷ এমনকি রাহুল গান্ধিকে ‘মীরজাফর’ বলে অপমান করা হয়েছে ৷ যা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি ৷ অভিযোগ করেন, এমন অবমাননাকর মন্তব্যের জন্য কারও সাংসদ পদ খারিজ করা হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details