দৌসা (রাজস্থান), 16 ডিসেম্বর: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুক্রবার 100 দিনে পড়ল ৷ এদিন সকালে রাজস্থানের দৌসায় এই যাত্রার শততম দিন উপলক্ষ্যে বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসের (Congress) সিনিয়র নেতা ও কর্মী-সমর্থকরা যোগ দেন ।
7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয় এই পদযাত্রা ৷ বিভিন্ন রাজ্য ঘুরে এখন রাজস্থানে (Rajasthan) রয়েছেন রাহুল গান্ধি ৷ শুক্রবার রাজস্থানে এই যাত্রার দ্বাদশ দিন ছিল ৷ এদিন রাহুল দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে দৌসার মীনা হাইকোর্ট থেকে সকাল 6 টা নাগাদ যাত্রা শুরু করেন ৷ বেলা 11 টা নাগাদ গিরিরাজ ধরন মন্দিরে যাত্রা শেষ করেন ৷ বিকেল চারটে নাগাদ তিনি জয়পুরে কংগ্রেসের রাজ্য অফিসে সাংবাদিক বৈঠকও করেন ৷ সন্ধ্যা 7টায় ভারত জোড়ো যাত্রার 100 দিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠান রয়েছে ৷ সেখানেও যোগ দিতে পারেন রাহুল ৷
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং তাঁর ডেপুটি মুকেশ অগ্নিহোত্রী কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে রাজস্থানে পৌঁছান । দুজনের সঙ্গে ছিলেন হিমাচল প্রদেশে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব শুক্লাও ।