নয়াদিল্লি, 27 অক্টোবর: গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে ভারতীয় নৌসেনার আট প্রাক্তন জওয়ানকে মৃত্যদণ্ডের আদেশ দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। তিনি জানান, কংগ্রেস মনে করে সরকারের উচিত রাজনৈতিক এবং কূটনৈতিক পথ অবলম্বন করে অবিলম্বে এই আটজনের মুক্তির ব্যবস্থা করা।
নিজের এক্স হ্যান্ডেলে জয়রাম লেখেন,"কংগ্রেস খবর পেয়েছে ভারতীয় নৌবাহিনীর আটজন প্রাক্তন সদস্যকে কাতারে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এই খবর আমাদের কাছে উদ্বেগের। আমরা আশি করি এবং প্রত্যাশা করি সরকার কূটনৈতিক উপায় এবং রাজনৈতিক পথ অবলম্বন করে এই আটজনের মুক্তির ব্যবস্থা করতে সক্ষম হবে। এই আটজন যাতে নিজেদের নির্দোষ প্রমাণ করতে সমস্ত আইনি সহযোগিতা পান সেটাও নিশ্চিত করতে হবে কেন্দ্রকে। "
এই আটজনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। এঁরা সকলেই আলধারা নামে একটি সংস্থায় কাজ করতেন। কাতার প্রশাসনের দাবি, এঁরা সকলেই গুপ্তচর হিসেবে তথ্য সংগ্রহের কাজ করছিলেন। এমন অভিযোগ পেয়ে গতবছর অগস্ট মাসে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারির বছর খানেক বাদে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হল। কংগ্রেসের দাবি,পরিস্থিতি যা তাতে যত ওই 8 জনকে ফিরিয়ে নেওয়া দরকার। তার জন্য কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে।