বেঙ্গালুরু, 6 এপ্রিল:আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস ৷ বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় মোট 42 জন প্রার্থীর নাম রয়েছে ৷ উল্লেখ্য, আগামী 10 মে ভোট হবে দক্ষিণী রাজ্য কর্ণাটকে ৷ ফলাফল ঘোষিত হবে এর তিনদিন পর, অর্থাৎ আগামী 13 মে ৷ বৃহস্পতিবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রার্থীতালিকা সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, "কর্ণাটক বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামার জন্য কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি সংশ্লিষ্ট প্রার্থীদের নাম বাছাই করেছে ৷"
গুরমিতকাল কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিধান পরিষদের প্রাক্তন বিজেপি সদস্য বাবুরাও চিনচানসুর ৷ বাবুরাও এই এলাকার তিনবারের বিধায়ক ৷ বাদামিতে কংগ্রেস ভরসা রেখেছে ভীমসেন বি চিম্মান্নাকাট্টির উপর ৷ 2018 সালে এই কেন্দ্রেরই প্রার্থী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ এছাড়াও, হুল্লাপ্পা ওয়াই মেটি দলের টিকিট পেয়েছেন বাগালকোট থেকে ৷ অন্যদিকে, মাণ্ড্য ও তফসিলি জাতির জন্য সংরক্ষিত কোল্লেগাল কেন্দ্রে কংগ্রেসের দুই প্রার্থী হলেন যথাক্রমে পি রবিকুমার এবং এ আর কৃষ্ণ মূর্তি ৷