নয়াদিল্লি, 15 অক্টোবর: মধ্যপ্রদেশ, ছত্তীশগড় ও তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণা করল কংগ্রেস । রবিবার তারা প্রথম তালিকায় মধ্যপ্রদেশ নির্বাচনের জন্য 144 জন প্রার্থী, ছত্তিশগড় নির্বাচনের জন্য 30 জন প্রার্থী এবং আগামী মাসে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য 55 জন প্রার্থী ঘোষণা করেছে ।
মধ্যপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিসিসি প্রধান কমলনাথকে তাঁর ছিন্দওয়ারা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস । প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং-এর ছেলে জয়বর্ধন সিং রাঘিগাঠ আসন থেকে প্রার্থী হয়েছেন । আগের কমলনাথ সরকারের মন্ত্রী ছিলেন তিনি ।
ছত্তীশগড়ে দল তাদের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে তাঁর পাটান বিধানসভা কেন্দ্র থেকে এবং উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেওকে অম্বিকাপুর বিধানসভা আসন থেকে প্রার্থী করেছে । তেলেঙ্গানায় দল প্রদেশ কংগ্রেসের প্রধান অনুমালা রেভান্থ রেড্ডিকে কোদাঙ্গাল বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে এবং সিএলপি নেতা ভাট্টি বিক্রমার্কা মাল্লুকে মাধিরা-এসসি আসন থেকে প্রার্থী করা হয়েছে ।