নয়াদিল্লি, 22 জুন : ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তাছাড়া কেরলের ওয়েনাড়ের এই সাংসদ এদিন করোনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার কথা জানালেন ৷ তাঁর দাবি, করোনার তৃতীয় ওয়েভের জন্য কেন্দ্রকে সাহায্য করার জন্যই শ্বেতপত্র প্রকাশ করা হবে ৷
উল্লেখ্য, গত মার্চ থেকে করোনার (Covid) দ্বিতীয় ওয়েভে কার্যত জেরবার গোটা দেশ ৷ এর সঙ্গে তৃতীয় ওয়েভের ভ্রুকূটি ৷ বিশেষজ্ঞরা এখন থেকেই পূর্বাভাস দিচ্ছেন যে তৃতীয় ওয়েভের পরিণতি ভয়ঙ্কর হতে পারে ৷ এবার সেই নিয়েই সরব হলেন রাহুল গান্ধি ৷ তাঁর কথায়, ‘‘তৃতীয় ওয়েভে এই দেশে করোনা ভয়ঙ্কর আকার নেবে ৷’’
আরও পড়ুন :3 মাস পর দৈনিক সংক্রমণ 50 হাজারের নীচে, কমল মৃত্যুও
তিনি অবশ্য করোনা অতিমারির (Covid Pandemic) শুরু থেকেই কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে আসছেন ৷ বারবার টুইট করে কেন্দ্রের একাধিক নীতি নিয়ে কটাক্ষ করেছেন ৷ মঙ্গলবারও তিনি টুইটারকে মাধ্যম করেই কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন ৷
রাহুলের বক্তব্য, ‘‘দ্বিতীয় ওয়েভে 90 শতাংশ মৃত্যু আটকানো যেত ৷ মৃত্যুর সবচেয়ে বড় কারণ ছিল অক্সিজেনের অভাব ৷ প্রধানমন্ত্রীর কান্না ওই পরিবারগুলির কান্না মুছে ফেলতে পারবে না ৷ তাঁর কান্না ওই পরিবারগুলিকে বাঁচাতে পারবে না ৷ কিন্তু অক্সিজেন পারবে ৷ কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে না দেখে বাংলার নির্বাচনের উপরই নিজের সব নজর দিয়ে রেখেছিলেন ৷’’