নয়াদিল্লি, 22 এপ্রিল : 2024 লোকসভায় হারানো জমি ফিরে পেতে মরিয়া জাতীয় কংগ্রেসের ভরসার স্থলপাত্র এখন প্রশান্ত কিশোর ৷ আর সেই কারণে গত এক সপ্তাহে বিহারের ভোট কুশলীকে বারংবার দেখা গিয়েছে দশ জনপথে বিজেপির আস্ফালন দমাতে বিগত কয়েকদিনে কংগ্রেস হাইকমান্ডকে 600 স্লাইডের প্রস্তাব পেশ করেছেন পিকে ৷ যা আভাস, তাতে প্রশান্ত কিশোরের প্রেজেন্টেশনে বেজায় খুশি কংগ্রেস তাঁকে নিঃশর্তেই দলের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ৷ যদিও শেষবেলায় এসে কাঁটার মত খচখচ করে বিঁধছে দলের আদর্শ (Congress ready to induct PK but ideology factor a concern) ৷
কংগ্রেসের আদর্শের সঙ্গে একেবারেই আপস করতে রাজি নন দলের একাংশ ৷ কিন্তু অতীতে বিজেপি, জেডিইউ, তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করা প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিলে আদর্শে বলীয়ান থাকতে পারবেন তো? একশ্রেণীর কংগ্রেস নেতৃত্বের এই ভীতিই সম্ভবত পিকে-র কংগ্রেসে যোগদান বিলম্বিত করছে বলে ধারণা ৷ সূত্রের খবর, কেবল উপদেষ্টা হিসেবে পিকে দলের সঙ্গে থাকলে অতীত ফ্যাক্টর নয় ৷ তবে মহৎ দায়িত্ব চাপিয়ে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রশান্ত কিশোরকে দলে নেওয়ার ব্যাপারে আদর্শের প্রশ্ন আসবেই বলে মনে করছে কংগ্রেসের একাংশ ৷