পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress Slams Delhi Police: বাসভবনে রাহুলকে পুলিশি জেরার ঘটনার তীব্র নিন্দা কংগ্রেসের - Delhi Police Reaches at Rahul Gandhi Residence

রাহুলের বাড়িতে দিল্লি পুলিশের এই অভিযানের তীব্র নিন্দা করেছে কংগ্রেস ৷ কংগ্রেসের প্রবীণ নেতা পবন খেরার (Pawan Khera) দাবি, তিনি রাহুল গান্ধির (Rahul Gandhi) বাসভবনে পুলিশকে প্রবেশের অনুমতি না দিলেও একরকম জোর করেই তারা দেখা করেছে কংগ্রেস সাংসদের (Congress MP) সঙ্গে ৷

Etv Bharat
রাহুল গান্ধি

By

Published : Mar 19, 2023, 4:15 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ: ছুটির দিন সকাল থেকেই সরগরম রাজধানী ৷ ভারত জোড়ো যাত্রার 45 দিন পর রবিবার সাতসকালে রাহুল গান্ধির বাড়িতে হাজির দিল্লি পুলিশের শীর্ষ স্তরের আধিকারিকরা ৷ ভারত জোড়ো যাত্রায় শ্রীনগরে এক মহিলার যৌন হেনস্তা নিয়ে রাহুলের মন্তব্য়ের ব্য়াখ্য়া চাইতেই সটান তুঘলক লেনে চলে যায় পুলিশ ৷ যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে কংগ্রেস ৷

ভারত জোড়ো যাত্রা চলাকালীন শ্রীনগরে (Srinagar) দাঁড়িয়ে এক মহিলার যৌন নিগ্রহ নিয়ে বিতর্কিত মন্তব্য় করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ ছিল, অনেক মহিলাই জানিয়েছেন যৌন নির্যাতনের শিকার হয়েছেন তারা ৷ কিন্তু পুলিশে অভিযোগ করার সাহস তারা পায়নি ৷ কারণ পুলিশে অভিযোগ করলে উলটে তাদের সম্মান নিয়ে টানাটানি হবে ৷ সেই নির্যাতিত মহিলার পরিচয় জানতে এবং রাহুলের মন্তব্য়ের ব্য়াখ্য়া চেয়ে প্রথমে চিঠি পাঠায় দিল্লি পুলিশ (Delhi Police) ৷ কিন্তু সেই নোটিশের কোনও জবাব রাহুল গান্ধি (Rahul Gandhi) না দেওয়ায় রবিবার সকালে সটান তাঁর বাড়িতেই পৌঁছে গেল দিল্লি পুলিশের আধিকারিকরা ৷

আরও পড়ুন:'ধর্ষণ' মন্তব্যের জের, রাহুলের বাড়িতে দিল্লি পুলিশ কমিশনার

রাহুলের বাড়িতে দিল্লি পুলিশের এই অভিযানের তীব্র নিন্দা করেছে কংগ্রেস ৷ কংগ্রেসের প্রবীণ নেতা পবন খেরার দাবি, তিনি রাহুল গান্ধির বাসভবনে পুলিশকে প্রবেশের অনুমতি না দিলেও একরকম জোর করেই তারা দেখা করেছে কংগ্রেস সাংসদের সঙ্গে ৷ পুলিশের ভূমিকার নিন্দা করে তিনি জানান, 45 দিন আগে ভারত জোড়ো যাত্রা শেষ হয়েছে ৷ তারপরে এমন একটি ইস্যু নিয়ে কংগ্রেস সাংসদের বাড়িতে পুলিশ আসার পিছনের আসল উদ্দেশ্য নিয়েও তিনি প্রশ্ন তোলেন। অন্য়দিকে গোটা ঘটনার তীব্র সমালোচনা করে মল্লিকার্জুন খাড়গে বলেন, "আদানি ইস্যু থেকে মুখ ঘোরাতেই তারা (বিজেপি) পুলিশ পাঠিয়ে এই সব প্রশ্ন করছে। রাহুল গান্ধি ও কংগ্রেস এসবে ভীত নয়। তারা যতই আদানিকে বাঁচানোর চেষ্টা করুক না কেন, আমরা তাদের প্রশ্ন করতেই থাকব ৷"

রাহুলের বাসভবনে পুলিশ যাওয়া নিয়ে তোপ দেগেছে কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশও ৷ তিলি বলেন, "দিল্লি পুলিশ নাটক করছে। আমরা আদানি নিয়ে প্রশ্ন তুলে ওদের ব্যতিব্যস্ত করে তুলেছি, সেকারণেই রাহুলকে হেনস্তা করা হচ্ছে।" যদিও এদিনের পুলিশি অভিযান নিয়ে রাহুল গান্ধি নিজে অবশ্য় মুখ খুলতে চাননি ৷ পুলিশ সূত্রে খবর, ঠিক কারা কারা রাহুল গান্ধির কাছে অভিযোগ করেছেন তাদের নামের তালিকা চাওয়া হয়েছে ৷ যদিও রাহুল জানিয়েছেন, বহু মহিলাই তাঁর সঙ্গে কথা বলেছেন ৷ সব তথ্য় সনে নেই ৷ যার জন্য় কিছুটা সময় চেয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details