বেঙ্গালুরু, 18 জুলাই: 2004 সালের পর থেকে কেন্দ্রে বিজেপি বিরোধী জোটের নাম ছিল ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ ৷ এবার বদলে যাচ্ছে সেই নাম ৷ এবার বিরোধীদের জোটের নাম হতে চলেছে ইন্ডিয়া ৷ মঙ্গলবার কর্ণাটকের বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক শেষে এই ঘোষণা করা হল ৷ ঘোষণা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷
তিনি জানিয়েছেন, এই ইন্ডিয়া তৈরি হচ্ছে আই এন ডি আই এ-র সমন্বয়ে ৷ এর পুরো নাম - ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স ৷ এই বৈঠকে উপস্থিত 26টি রাজনৈতিক দলের প্রতিনিধিরাই এই নামের বিষয়ে সহমত পোষণ করেছেন বলেও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন ৷
এছাড়া এই বৈঠকে নেওয়া আরও কয়েকটি সিদ্ধান্তের কথাও তিনি উল্লেখ করেন ৷ খাড়গে জানান, বৈঠকে ঠিক হয়েছে যে বিরোধীদের এই জোট পরিচালনা করতে 11 সদস্যের এই কো-অর্ডিনেশন কমিটি তৈরি করা হবে ৷ এই কমিটিতে কারা কারা থাকবেন, সেই নিয়ে এই বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ৷
তিনি আরও জানান, ইন্ডিয়ার পরবর্তী বৈঠক হবে মুম্বইতে ৷ সেখানেই এই 11 জন সদস্যের নাম চূড়ান্ত হবে ৷ তাছাড়া এই জোটের জন্য নয়াদিল্লিতে একটি কার্যালয়ও তৈরি করা হবে ৷ সেখান থেকে প্রচার সংক্রান্ত সমস্ত ব্যবস্থাপনার কাজ চালানো হবে ৷