পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bengaluru Opposition Meeting: বিজেপির এনডিএ-র বিরুদ্ধে বিরোধীদের জোটের নাম ইন্ডিয়া, ঘোষণা খাড়গের

মঙ্গলবার বেঙ্গালুরুতে হল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক ৷ সেই বৈঠকে চূড়ান্ত হল বিজেপি বিরোধী জোটের নাম ৷ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানালেন, বিজেপির এনডিএ-র বিরুদ্ধে বিরোধীদের জোটের নাম ইন্ডিয়া ৷

Bengaluru Opposition Meeting
Bengaluru Opposition Meeting

By

Published : Jul 18, 2023, 4:33 PM IST

Updated : Jul 18, 2023, 5:26 PM IST

বিরোধীদের বৈঠকের পর কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের ভাষণ

বেঙ্গালুরু, 18 জুলাই: 2004 সালের পর থেকে কেন্দ্রে বিজেপি বিরোধী জোটের নাম ছিল ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ ৷ এবার বদলে যাচ্ছে সেই নাম ৷ এবার বিরোধীদের জোটের নাম হতে চলেছে ইন্ডিয়া ৷ মঙ্গলবার কর্ণাটকের বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক শেষে এই ঘোষণা করা হল ৷ ঘোষণা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷

তিনি জানিয়েছেন, এই ইন্ডিয়া তৈরি হচ্ছে আই এন ডি আই এ-র সমন্বয়ে ৷ এর পুরো নাম - ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স ৷ এই বৈঠকে উপস্থিত 26টি রাজনৈতিক দলের প্রতিনিধিরাই এই নামের বিষয়ে সহমত পোষণ করেছেন বলেও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন ৷

এছাড়া এই বৈঠকে নেওয়া আরও কয়েকটি সিদ্ধান্তের কথাও তিনি উল্লেখ করেন ৷ খাড়গে জানান, বৈঠকে ঠিক হয়েছে যে বিরোধীদের এই জোট পরিচালনা করতে 11 সদস্যের এই কো-অর্ডিনেশন কমিটি তৈরি করা হবে ৷ এই কমিটিতে কারা কারা থাকবেন, সেই নিয়ে এই বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ৷

তিনি আরও জানান, ইন্ডিয়ার পরবর্তী বৈঠক হবে মুম্বইতে ৷ সেখানেই এই 11 জন সদস্যের নাম চূড়ান্ত হবে ৷ তাছাড়া এই জোটের জন্য নয়াদিল্লিতে একটি কার্যালয়ও তৈরি করা হবে ৷ সেখান থেকে প্রচার সংক্রান্ত সমস্ত ব্যবস্থাপনার কাজ চালানো হবে ৷

আরও পড়ুন:'ইন্ডিয়া' জিতবে বিজেপি হারবে, নয়া জোটের নামে উচ্ছ্বসিত মমতা

এ দিন বিজেপিকেও নিশানা করেন খাড়গে ৷ তাঁর কথায়, নরেন্দ্র মোদি বিরোধীদের ঐক্য দেখে ভয় পেয়েছেন ৷ সেই কারণেই এত বছর পর আবার এনডিএ-র বৈঠক ডেকেছেন তিনি ৷ আর সেই বৈঠকে যে 30টি রাজনৈতিক দল উপস্থিত থাকবে বলে দাবি করা হচ্ছে, সেই দলের অনেকেরই কোনও অস্তিত্ব নেই বলে খাড়গের দাবি ৷

নাম যতই ঠিক হোক, কিংবা বিজেপির বিরুদ্ধে যতই আক্রমণ শানানো হোক, জোট গড়তে বিরোধীরা কি একমত হতে পারবেন ? এই প্রশ্নের উত্তর এখনও অধরা৷ সেটা জানেন খাড়গেও ৷ সেই কারণেই হয়তো তিনি আরও একবার মনে করিয়ে দিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে থাকা পার্থক্যের কথা ৷ খাড়গে বলেন, "আমাদের মধ্যে কিছু পার্থক্য আছে ৷ কিন্তু আমরা সেটাকে পিছনে ফেলে দিয়েছি... দেশের স্বার্থে আমরা একসঙ্গে আছি ৷ আমরা 2024 সালের লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করব এবং সফল হব ৷’’

আরও পড়ুন:'মোদির ভাবনা ও নীতির বিরুদ্ধে এই লড়াই ', বিরোধীদের বৈঠক শেষে বার্তা রাহুলের

Last Updated : Jul 18, 2023, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details