রায়পুর, 6 নভেম্বর: ছত্তিশগড়ে জয়ের বিষয়ে 100 শতাংশ আশাবাদী কংগ্রেস ৷ এমনকী ভোটের দু'দিন আগে যেভাবে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিল ইডি, তাতেও ভীত নয় কংগ্রেস ৷ সোমবার কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাফ জানালেন, "তারা (বিজেপি) যা খুশি তাই করুক, কংগ্রেস ছত্তিশগড়ে জিতবে ৷" যার পালটা এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী রমন সিং বলেন, "মহাদেব বেটিং অ্য়াপ নিয়ে যখন সবকিছু প্রমাণিত হয়েছে সুতরাং ভূপেশ বাঘেল এখন মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত।"
ছত্তিশগড়ের প্রথম দফার ভোটগ্রহণ আগামিকাল অর্থাৎ 7 নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ৷ বস্তার বিভাগের 12টি বিধানসভা আসন এবং রাজনান্দগাঁও লোকসভা কেন্দ্রের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, 10টি বিধানসভা আসনের ভোটাররা ভোট দেওয়ার জন্য 9 ঘন্টা সময় পাবেন ৷ অন্যদিকে, বাকি 10টি আসনের ভোটাররা আট ঘন্টা সময় পাবেন ভোটদানের জন্য।
ছত্তিশগড়ে মোট 90টি বিধানসভা আসনে দু'দফায় ভোট হচ্ছে। প্রথম দফার ভোট হচ্ছে 20টি মাওবাদী অধ্যুষিত আসনে মঙ্গলবার ৷ বাকি 70টি আসনে ভোটগ্রহণ হবে আগামী 17 নভেম্বর। প্রথম দফার ভোটের সময়সূচিও ইতিমধ্যেই প্রকাশ করেছে কমিশন। এই অনুসারে 10টি বিধানসভা আসনে সকাল সাতটা থেকে বিকাল তিনটে পর্যন্ত এবং বাকি 10টি আসনে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।