নয়াদিল্লি, 18 ডিসেম্বর: কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার দলের অনলাইন ক্রাউডফান্ডিং প্রচারাভিযান প্রকল্প 'দেশের জন্য দান' চালু করলেন। দলের অনলাইন ফান্ডিং ক্যাম্পেনের জন্য খাড়গে নিজেই এক লক্ষ 38 হাজার টাকা দান করেছেন। 'দেশের জন্য দান' প্রচারাভিযানের মূল লক্ষ্য হিসাবে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সমুন্নত রাখার প্রতিশ্রুতি, বৈষম্য দূর করা এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শক্তিশালী বিরোধী হয়ে ওঠার প্রতিশ্রুতি হিসাবেই এই প্রকল্প।
কংগ্রেস কোষাধ্যক্ষ অজয় মাকেন, দলের প্রবীণ নেতা কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ এবং আরও কয়েকজন দিল্লির 10 রাজাজি মার্গে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে এদিনের এই প্রচার অভিযানের সূচনায় হাজির ছিলেন। কংগ্রেস সভাপতি বলেন, "আমাদের এই প্রচারাভিযান 'আরও ভালো ভারত গড়ার লক্ষ্যের জন্য দান', ভারতীয় জাতীয় কংগ্রেসের 138 বছরের যাত্রাকেই স্মরণ করছে। আমাদের ইতিহাসকে মনে রেখেই আমরা আমাদের সমর্থকদেরকে 138 টাকা বা এক হাজার 380 টাকা বা 13 হাজার 800 টাকা বা তার বেশি দান করার জন্য অনুরোধ করছি ৷ যা আরও উন্নত ভারতে দলের একটা স্থায়ী প্রতিশ্রুতির প্রতীক তৈরি হবে।"
তিনি আরও জানান, এই অনলাইন ক্রাউড ফান্ডিংয়ের জন্য দুটি পৃথক চ্যানেলও তৈরি করা হয়েছে ৷ একটি ডেডিকেটেড অনলাইন পোর্টাল: donateinc.in-এর মাধ্যমে এবং দ্বিতীয়টি ভারতীয় জাতীয় কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট- www.inc.in-এর মাধ্যমে। কংগ্রেস কোষাধ্যক্ষ অজয় মাকেন যোগ করেছেন, "আমরা আমাদের রাজ্যস্তরের পদাধিকারীদের, আমাদের নির্বাচিত প্রতিনিধিদের, দলের ডিসিসি সভাপতিদের, প্রদেশ কংগ্রেস সভাপতিদের এবং এআইসিসি পদাধিকারীদের অনলাইন ক্রাউডফান্ডিং প্রচারে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি ৷" কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল বলেন, "রাজ্যের পদাধিকারীদের সম্ভাব্য দাতাদের চিহ্নিত করতে বলা হয়েছে যারা এক হাজার 380 টাকা বা 13 হাজার 800 টাকা অবদানের লক্ষ্যে রয়েছেন।"
'দেশের জন্য দান' উদ্যোগটি এমন একটি সময়ে কংগ্রেস শুরু করেছে, যখন দলের কোষাগার প্রায় নিঃশেষিত হয়ে গিয়েছে ৷ 2024 সালের এপ্রিল এবং মে মাসে নির্ধারিত আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তহবিলের প্রয়োজন হবে দলের কাছে ৷ কংগ্রেস জানিয়েছে, এই কর্মসূচিটি মহাত্মা গান্ধির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল ৷ অসহযোগ আন্দোলনের জন্য তহবিল সংগ্রহের জন্য 'তিলক স্বরাজ তহবিল' শুরু করেছিলেন মহাত্মা গান্ধি।
আরও পড়ুন:
- 'আমি ভাগ্যবান এই মুহূর্তে সাংসদ নই', জোট-বৈঠকের আগে কড়া প্রতিক্রিয়া মমতার
- সাংসদ বাংলো ছেড়ে দেওয়ার নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের মহুয়ার
- জোটের বৈঠকের আগে মমতা-সাক্ষাতের পরই কেজরিওয়ালকে ফের তলব ইডি'র