দিল্লি, 22 জানুয়ারি: মে মাসের মধ্যে পাঁচ রাজ্যের নির্বাচন শেষ হওয়ার পরই কংগ্রেসের সভাপতি নির্বাচিত হবে। আজ দলের শীর্ষ পর্যায়ের বৈঠকে দু পক্ষের মধ্যে তীব্র বিরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে রাহুল গান্ধি বলেন, 'সবাই বিষয়টা শেষ করুন এবং এগিয়ে চলুন।'
আসন্ন নির্বাচনের আগে রণকৌশল ঠিক করতে জরুরি ভিত্তিতে শীর্ষ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, মুকুল ওয়াসনিক ও পি চিদম্বরমকে ডেকে বৈঠক করে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। বিভিন্ন নির্বাচনে পরপর পরাজয়ের ধারা তুলে ধরে অনেকেই বৈঠকে টেনে আনেন নেতৃত্ব প্রসঙ্গ। খোলাখুলিভাবে উঠে আসে নানা অস্বস্তিকর প্রশ্ন। সে সবের জবাব দিয়ে অশোক গেহলত, অমরিন্দর সিং, একে অ্যান্টনি, তারিক আনোয়ার ও উমেন চাণ্ডিরা বলেন, বাংলা-তামিলনাড়ু-সহ আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনের পর সভাপতি নির্বাচন হওয়া উচিত।
দলেরই এক নেতা বলেন, 'কার এজেন্ডা নিয়ে আমরা কাজ করছি? আমাদের দলের মতো অভ্যন্তরীণ কোনও নির্বাচন নিয়ে বিজেপি কথা বলছে না? সাংগঠনিক নির্বাচনের আগে আমাদের রাজ্যগুলির নির্বাচনে লড়ার উপর গুরুত্ব দেওয়া উচিত।'