আগরতলা, 26 জুন: ত্রিপুরা উপনির্বাচনের ফল প্রকাশ (Tripura By-poll Result) হতেই শুরু হল অশান্তি ৷ আগরতলায় (Agartala) দলীয় কার্যালয়েই আক্রান্ত হলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা (Birajit Sinha) ৷ কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে ৷ তাতেই মাথা ফেটে যায় প্রবীণ কংগ্রেস নেতার ৷ টুইটারে আহত নেতার ছবিও প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷
উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরার চারটি বিধানসভা আসনে উপনির্বাচন (Tripura By-poll 2022) অনুষ্ঠিত হয় ৷ রবিবার ছিল ফলপ্রকাশের দিন ৷ তাতে দেখা যায়, আগরতলা বাদে বাকি তিনটি আসনেই (সুরমা, টাউন বড়দোয়ালি এবং যুবরাজনগর) জয়ী হয় বিজেপি ৷ আগরতলায় জয়ী হন কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মন (Sudip Roy Barman) ৷ তাঁর দলের অভিযোগ, তাদের এই জয় মানতে পারছে না বিজেপি ৷ সেই কারণেই এ ভাবে হামলা চালানো হয়েছে ৷ টুইটারে তাদের অভিযোগ, ছাপ্পা ভোটেই জয়ী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী (টাউন বড়দোয়ালি আসনে) মানিক সাহা (Manik Saha) ৷