আগরতলা, 15 ডিসেম্বর: ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) যতই এগিয়ে আসছে, ততই ওই রাজ্যের প্রদেশ কংগ্রেস (Tripura Congress) গুরুত্ব দিয়ে ভোটের প্রস্তুতির প্রক্রিয়া শুরু করেছে ।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় কংগ্রেস কমিটি (All India Congress Committee) ত্রিপুরায় নির্বাচন পরিচালনা এবং এর সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় দেখভালের জন্য বিভিন্ন কমিটি গঠন করেছে । 12 সদস্যের রাজনৈতিক বিষয়ক কমিটি করা হয়েছে৷ ওই কমিটিতে চারজন বিশেষ আমন্ত্রিত সদস্য রয়েছেন ৷ চারজন প্রাক্তন পদাধিকারী সদস্য-সহ 10 জনের প্রদেশ নির্বাচন কমিটি গঠন করা হয়েছে । দুই সদস্যের প্রদেশ নির্বাচন সমন্বয় কমিটিও তৈরি করা হয়েছে ৷ সাত সদস্যের প্রচার কমিটি তৈরি করা হয়েছে ৷ ইশতেহার কমিটিতে রাখা হয়েছে সাতজনকে ৷ আট সদস্য বিশিষ্ট মিডিয়া কমিটি এবং 33 জন নেতাকে দলীয় মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে ।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে, এআইসিসি (AICC)-র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেছেন, “মাননীয় কংগ্রেস সভাপতি রাজনৈতিক বিষয়ক কমিটি, প্রদেশ নির্বাচন কমিটি, প্রদেশ নির্বাচন সমন্বয় কমিটি, প্রচার কমিটি, ইশতেহার কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছেন । আর 2023-এ ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য মিডিয়া কমিটি তৈরি করেছে৷ রাজ্যের মুখপাত্রদের নিয়োগ করা হয়েছে ৷ এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হল ।’’