রায়পুর, 24 ফেব্রুয়ারি: আজ ছত্তিশগড়ের নয়া রায়পুরে শুরু হচ্ছে কংগ্রেসের প্লেনারি সেশন ৷ 85তম তিনদিন ব্যাপী এই অধিবেশন চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ এর সূচনায় শুক্রবার সকাল দশটায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে স্টিয়ারিং কমিটির বৈঠক হওয়ার কথা ৷ তবে এই বৈঠকে সম্ভবত থাকছেন না গান্ধি পরিবারের সদস্যরা (Steering Committee meet lead by Congress President Mallikarjun Kharge) ৷
কংগ্রেসের গঠনতন্ত্র অনুসারে স্টিয়ারিং কমিটি, নতুন ওয়ার্কিং কমিটি গঠিত না-হওয়া পর্যন্ত কংগ্রেসের কার্যকরী কমিটির (Congress Working Committee, CWC) ভূমিকা পালন করে ৷ অন্যদিকে, এই কমিটিই কংগ্রেসের কার্যকরী কমিটির (Congress Working Committee, CWC) নির্বাচন হবে কি না, তা ঠিক করে ৷ উল্লেখ্য, যে কোনও বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ৷
স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি ৷ কংগ্রেসের দলীয় অধিবেশনে এই কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত যা খবর, তাতে আজকের এই বৈঠকে থাকছেন না-গান্ধি পরিবারের তিন সদস্য ৷ দলীয় সংবিধান অনুযায়ী ওয়ার্কিং কমিটিতে কংগ্রেস সভাপতি ছাড়াও সংসদীয় দলনেতা (Leader of the Congress Parliamentary Party) এবং 23 জন সদস্য থাকেন ৷ এঁদের মধ্যে 11 জনকে নির্বাচন করেন দলের প্রধান এবং বাকি 12 জনকে জাতীয় কংগ্রেস ৷